Weather Update: শীতের কামব্যাক? কী বলছে হাওয়া অফিস

0
571

দেশের সময় ওয়েবডেস্কঃ কখনও দমকা হাওয়া, কখনও কনকনে শীত, আবার হুটহাট গরম- আবহাওয়ার ‘মুড সুইং’-এ ওষ্ঠাগত বঙ্গবাসী। বুধবারই চরচরিয়ে বেড়েছিল তাপমাত্রার পারদ। বৃহস্পতিতে ফের এবার উঁকি দিতে পারে শীত, সেই সম্ভাবনাও ছিল। এবার সেই যাবতীয় সম্ভাবনাকে সত্যি করে ফের একবার শহর কলকাতায় হালকা শীতের আমেজ। আগামী সোমবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কনকনে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই।

চলতি মরশুমে ঠান্ডার স্থায়িত্ব নিয়ে শীতপ্রেমীদের আক্ষেপ থেকে গিয়েছে। উষ্ণতম সরস্বতীপুজোর পর মনে করা হচ্ছিল, চলতি মরশুমের মতো শীতের ছুটি। কিন্তু, ফের কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সোমবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ।

আগামী সোমবার পর্যন্ত কলকাতায় থাকবে শীতের আমেজ। ৩ ফেব্রুয়ারি ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ, মনে করা হচ্ছে এমনটাই। অর্থাৎ আরও এক সপ্তাহ রাজ্যজুড়ে থাকতে চলেছে শীতের আমেজ।আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। চার থেকে পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তা অবস্থান করছে এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে ক্রমশ তা অগ্রসর হতে চলেছে। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাডু ও পন্ডিচেরিতে শুক্রবার উত্তাল হতে পারে সমুদ্র। এর কোনও সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বা রাজ্যে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু, এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি এবং শুক্রবার তামিলনাডু উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। চার থেকে পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তা অবস্থান করছে এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে ক্রমশ তা অগ্রসর হতে চলেছে। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাডু ও পন্ডিচেরিতে শুক্রবার উত্তাল হতে পারে সমুদ্র। এর কোনও সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বা রাজ্যে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু, এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি এবং শুক্রবার তামিলনাডু উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের সরাসরি কোন প্রভাব পড়বে না বাংলায়। শ্রীলঙ্কায় নিম্নচাপের প্রভাব পড়বে। শ্রীলঙ্কার উপকূল এবং তামিলনাড়ু ও পুদুচেরি, করাইকালে উত্তাল হতে পারে সমুদ্র। 

Previous articleBudget 2023 : বাজাটে সস্তা হল কী কী,দাম বাড়ল কীসের : এ তো অমাবস্যার বাজেট! মমতা
Next articleArt exhibition: একুশ জন শিল্পীর যৌথ চিত্র ও ভাস্কর্য প্রর্দশনী অ্যাকাডেমিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here