Weather Update: মাটি হবে পুজোর শপিং! দুর্গাপুজোতেও বৃষ্টির সম্ভাবনা,জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

0
753

দেশের সময় ওয়েবডেস্কঃ টানা কয়েকদিন ভ্যাপসা গরমের জেরে নাভিঃশ্বাস উঠছিল শহরবাসীর। শুক্রবার মধ্যরাত থেকে সেই জ্বালাপোড়া গরম থেকে রেহাই মিলল। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতায়। শনিবার ভোর থেকে টানা চলছে বৃষ্টি। দিনভর আবহাওয়া এমনটাই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

দুর্গাপুজো আসতে আর এক মাসও বাকি নেই। ২৫ সেপ্টেম্বর মহালয়া। কিন্তু ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখনও রাজ্য থেকে বিদায় নেয়নি মৌসুমি বায়ু। তার ওপরে এ বারে পুজো অনেকটাই আগে, সেপ্টেম্বরের শেষে। ফলে পুজোর বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে? আবহবিদদের অনুমান, পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে কবে বৃষ্টি হবে, আর কবে নয়, তা এখনও স্পষ্ট নয়। 

উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টি। আগামী কয়েক দিন এমনই থাকবে পরিস্থিতি। আজ শনিবার এবং আগামিকাল রবিবার বৃষ্টি কিছুটা বাড়বে রাজ্যে।

উত্তরবঙ্গে আজ ও কাল বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ৷

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।

পশ্চিমের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বেশি হবে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি না হলেও জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ৷

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮-৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭.৯ মিলিমিটার ৷

আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। আগামী তিন থেকে চার দিন সিকিমেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।

Previous articleSheikh Hasina: শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার দেবে ভারত সরকার,স্বাগত জানাবেন মোদী
Next articleArrest:‌ চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৬ কোটি টাকার গয়না লুটের অভিযুক্তরা পুলিশের জালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here