দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গজুড়ে বর্ষার আমেজ।
রবিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সোমবার আরও খানিকটা বাড়ল বৃষ্টির পরিমাণ। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দুর্যোগ জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে- নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে উত্তাল হতে পারে সমুদ্র। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়।