Weather Update : মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা

0
1222

দেশের সময় ওয়েবডেস্কঃ অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা বেশকিছু জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্রের উপকূল। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। নিম্নচাপটি উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগের প্রবেশ করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম। এটি স্থলভাগের ওডিশার ওপর দিয়ে উত্তর ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে আগামী ২-৩ দিনে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। ঝোড়ো হাওয়া বইবে কলকাতা শহরে। সোমবার ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কমতে পারে আগামী ৪৮ ঘণ্টায়।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়ায়। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১২.৭ মিলিমিটার। 

রবিবার অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা তিন জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।

১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর  ২৪ পরগনা, বাঁকুড়া পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়া জেলায়। কলকাতাতেও দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ পাঁচ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

সোমবারও অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবারেও বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

সোমবার ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কোঙ্কণ ও গোয়া ওড়িশা এবং ছত্রিশগড়ে। ৪৫৩ মিলিমিটার ভারী বৃষ্টি হতে পারে অন্ধপ্রদেশ উপকূল, কেরালা, তেলেঙ্গানা, তামিলনাডু এবং পুদুচেরি ও করাইকালে। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Previous articleDESHER SAMAY E PAPER দেশের সময় ই পেপার
Next articleবেহালা জোড়া খুনের কিনারা! সম্পত্তির লোভে বোন-ভাগ্নেকে খুন! পর্ণশ্রী কাণ্ডে ধৃত মৃতার ২মাসতুতো ভাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here