Weather Update: বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি,স্বস্তির খবর দিল হাওয়া অফিস

0
413

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে স্বস্তি ফিরল বাংলায়। ভরা বর্ষার মধ্যেও বৃষ্টি থেকে দক্ষিণবঙ্গ প্রায় বঞ্চিতই ছিল বলা যায় এই বছর। বুধবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই চলছে মেঘ রোদ্দুরের খেলা। তার মধ্যেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷

বৃষ্টির পূর্বাভাস ছিলই। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়। বুধবার সকালে বৃষ্টির পরিমাণ সামান্য বেড়েছে। এদিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে সামান্য কমেছে তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার ফলে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে আজ বুধবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে।

তবে সেই সঙ্গে হাওয়া অফিস একথাও জানিয়েছে, এই বৃষ্টির কারণে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না। তাপমাত্রাও একই থাকবে প্রায়। ২৯ জুলাই শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে।
কলকাতায় মূলত মেঘলাই থাকবে আকাশ। কখনও সখনও হালকা-মাঝারি বৃষ্টিতে ভিজবে শহর। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে শনিবার পর্যন্ত বাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবার উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় এদিন ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। তবে তাপমাত্রার তেমন পার্থক্য হবে না।

Previous articleKumartuli : ছেলেপুলে নিয়ে ফের ভিনরাজ্যে দুর্গা,জমকালো দুর্গাপুজোর প্রস্তুতি বাংলায়
Next articlePM Narendra Modi: তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে: গ্যারান্টি দিলেন মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here