Weather Update: বিদায় নিচ্ছে শীত!আগামিকাল থেকে চড়বে তাপমাত্রার পারদ

0
617

দেশের সময় ওয়েবডেস্কঃ বেশ কিছু দিন ধরে শীতের খামখেয়ালি মেজাজে অস্বস্তিতে রাজ্যবাসী।

আজকের পর থেকেই কি শীত বিদায় নেবে? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবার বঙ্গের শেষ শীতলতম দিন। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রার পারদ চড়বে । দিনে ও রাতের তাপমাত্রা বাড়বে। আকাশ পরিষ্কার ও মেঘমুক্তই থাকবে, তবে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে শিরশিরানি অনুভূত হলেও, সকালে, সন্ধেয় শীতের কোনও আমেজ থাকবে না। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। চলতি সপ্তাহে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 


খামখেয়ালি আবহাওয়া বারে বারেই চমকে দিচ্ছে আবহাওয়াবিদদের । মাঝ ফেব্রুয়ারিতে প্রেম দিবসে বসন্তের সময় আচমকাই শীতের আগমন ঘটেছিল। আজও ভোর থেকেই ঠান্ডার আমেজ রয়েছে। গত দু’দিনে ভোরের দিকে হাল্কা কুয়াশা আর ফুরফুরে ঠান্ডা হাওয়াই জানান দিচ্ছে শীত এসেছে। পাকাপাকিভাবে বিদায় নেওয়ার আগে আর কয়েকটা দিন উঁকিঝুঁকি দিয়ে যাবে সে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, শীত আর কয়েকঘণ্টার সঙ্গী। আগামিকাল থেকেই গরম বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি বা কুয়াশার কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
বুধবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

মঙ্গলবার  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত। তবে বারবার এই আবহাওয়ার পরিবর্তন ভোগাচ্ছে মানুষকে। দেখা দিচ্ছে নানা স্বাস্থ্য সমস্যা। ঘরে ঘরে বাড়ছে ভাইরাল জ্বর। এই সময়টা তাই অনেক বেশি সাবধান থাকতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব আরও দুদিন থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় জানালেও, হালকা আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে কুয়াশার দাপট জারি থাকবে আগামী দুইদিন। 

Previous articleAir India-Airbus deal: ঐতিহাসিক চুক্তি: ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস কিনছে টাটার এয়ার ইন্ডিয়া
Next articleDA Announcement : ‘ভিক্ষে দেওয়া হল…!’ডিএ ঘোষণা হতেই তীব্র ক্ষোভ একাংশ সরকারি কর্মীদের!অন্যদিকে বিধানসভা চত্বরে উড়ল সবুজ আবির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here