Weather Update: বাংলায় কালবৈশাখী কবে? জানুন আবহাওয়ার পূর্বাভাস

0
1094

দেশের সময় ওয়েবডেস্কঃ বৈশাখের শুরু থেকেই রোদের তেজে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর ৷সকাল হলেই রোদের তেজ মাপছেন মানুষ।

রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা এবার অনায়াসে টপকে ফেলেছে ৪০ ডিগ্রির গণ্ডি। বাঁকুড়া-পুরুলিয়ার দিকে লাফিয়ে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪২-৪৩ডিগ্রি। 

ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বাংলায়। এই গরমের দহনজ্বালা জুড়োতে স্বস্তির বৃষ্টি নামবে আর কিছুদিনেই। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে। তবে ইদের সময় থেকে দক্ষিণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সপ্তাহের শেষে ফের আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ২১ এপ্রিল অবধি চলবে তাপপ্রবাহ। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আরও তিন-চারদিন দহনজ্বালা সহ্য করতে হবে বঙ্গবাসীকে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৯.৩ ডিগ্রিতে।

দক্ষিণের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে। বেলা বাড়লেই লু বইবে। ইদের দিন শনিবার ২২ এপ্রিল আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচন্ড গরমের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলবে। উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস আগেই জানিয়েছে, এখনই স্বস্তির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ জারি থাকবে জেলায় জেলায়।

কিন্তু সকলে এখন অপেক্ষা করছেন কালবৈশাখী আর একটু বৃষ্টির। কিন্তু কবে থেকে পরিবর্তন হবে রোদের এই তেজের? হাওয়া অফিস বলছে মাঝে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। ২২ এপ্রিল থেকে কমতে পারে এই নাজেহাল অবস্থা। সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বেশ কিছু জেলায়। তবে তা কোনও ভাবেই বৈশাখ বিকেলের প্রবল কালবৈশাখী ঝড় নয় বলেই জানা গিয়েছে। অর্থাৎ দাবদাহ থেকে মুক্তি মিলতে পারে সপ্তাহান্তে, কিন্তু স্বস্তি কতটা আনবে তা বোঝা যাচ্ছে না এখনই। 

Previous articleBongaUtsav 2023: বনগাঁ উৎসবের সমাপ্তির দিনে মন খারাপ কলা কুশলীদের : দেখুন ভিডিও
Next articleMukul Roy : রায় সাহেবকে খুঁজতে দিল্লি গেল বিধাননগর কমিশনারেটের টিম, মুফুল রায় কোথায়? কী বলছেন শাসক-বিরোধীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here