দেশের সময় কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহে দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর।ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেখুন ভিডিও
এদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও রয়েছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিংয়ে রবিরার অবধি থাকছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। এদিকে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার রাতে শহরে বৃষ্টি হয়েছে। কলকাতা এবং সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গায় রাতে কিছু ক্ষণের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যায়। যদিও বৃষ্টি কোথাও খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। শুক্রবার সারা দিন আকাশ আংশিক মেঘলা থাকবে।