Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ,দুর্যোগের জন্য তৈরি থাকুন, বড় আপডেট দিল হাওয়া অফিস

0
98
হীয়া রায় দেশের সময়

কলকাতা: বর্ষার সঙ্গে জুড়ছে নিম্নচাপ। ফলে সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। তার জেরেই ১৭ তারিখের পর থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবারে তৈরি হতে পারে নিম্নচাপ। তেমনটাই খবর হাওয়া অফিস সূত্রের। আর এই নিম্নচাপ বঙ্গের বর্ষায় কতটা প্রভাব ফেলবে? তারও বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

তবে সপ্তাহান্তে বৃষ্টি বাড়লেও, সপ্তাহের মাঝের কয়েকদিনের আপডেট খুব একটা খুশি করবে না বর্ষা-প্রেমীদের। হাওয়া অফিস বলছে, আগামী দু-তিনদিনে দক্ষিণের জেলায় জেলায় কমবে বৃষ্টির পরিমাণ। শুক্রবার থেকে ফের মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনি-রবিতে বাড়বে বৃষ্টি। তবে মঙ্গলবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আকাশ সকাল থেকেই মেঘলা। কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যে ভিজেছে মহানগরী।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। তবে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়বে। প্রসঙ্গত রবিবার ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস সেদিন।

দক্ষিণ ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা সংলগ্ন এলাকায়।

অন্যদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার ভোগান্তি কিছুটা কমবে উত্তরের জেলাগুলির। উত্তরের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। তবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

দক্ষিণ ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা সংলগ্ন এলাকায়।

Previous articleTeesta Project তিস্তা প্রকল্প ভারত করুক চাইছেন হাসিনা: স্বস্তি মোদী-মমতার
Next articleRobin’s Kitchen থ্রিলারে রোম্যান্সের ছোঁয়া নিয়ে আসছে ‘রবিন্স কিচেন’: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here