দেশের সময় ওয়েবডেস্কঃ আবহাওয়া দফতেরর পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসগারে নিম্নচাপ তৈরির কারণে মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা থেকে ২৮ জুলাই বুধবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার গাঙ্গের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
বুধ ও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে। যার জেরে আগেভাগেই কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
২৮ ও ২৯ তারিখ কলকাতা ছাড়াও বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। যেই কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে এদিন দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
এদিকে আজও কলকাতার আকাশ মেঘলা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার নাগাদ শহরে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি, বলছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ ও সর্বনিম্ন ৭২ শতাংশ।
ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। যার জেরে বেশ কিছু এলাকা জনমগ্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়াও নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।
মৎস্যজীবীদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২৮ জুলাই বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।