Weather Update: ফের আবহাওয়ার বদল,সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা!

0
624

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা।রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে।

এদিন তিলোত্তমায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

রবিবার থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আগামিকাল রবিবার আবহাওয়ার বদল হবে দক্ষিণবঙ্গে। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধ-বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪/৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে রবিবার থেকে আবহাওয়ার বদল হতে পারে।

আজ, শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল এই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজস্থান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। জম্মু, কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ উত্তরপ্রদেশের একাংশে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী পাঁচদিন উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উল্লেখযোগ্যভাবে, দিল্লিতেও রবিবার বৃষ্টিপাত হয়। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও রাজধানী দিল্লিতে হালকা বৃষ্টিপাত হয়।

আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও তারপর তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতে। আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে গুজরাতে। আগামী পাঁচ দিনে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে মহারাষ্ট্রে।

Previous articleDA: চাপ বাড়ল রাজ্যের ! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা
Next articleJyotipriyo Mallick: সিপিএম ভয়ঙ্কর পার্টি, পুরনো স্লোগানে ফের হুঁশিয়ারি বনমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here