Weather Update : নবমীর সকালেও ভ্যাপসা গরম- গুমোট আবহাওয়া! উড়িয়ে দেওয়া যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের পূর্বাভাস

0
699

দেশের সময় ওয়েবডেস্কঃ ভ্যাপসা গরম- গুমোট আবহাওয়া। দুর্গাপুজোয় এমন আবহাওয়ায় অস্বস্তি বেড়েছে। নাজেহাল শহরবাসী।

অষ্টমীর মধ্যরাতেই ভারী বৃষ্টি হয়েছে শহরে। প্রবল গরমে কার্যত বিপাকে পড়েছিলেন সকলে। বৃষ্টির পরে কমেছে কিছুটা গরমের দাপট।

মহানগরীতে নবমীর সকালে দেখা মিলেছে রোদের। আকাশও মোটামুটি পরিষ্কারই রয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা একে বারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ হাওড়া অফিসও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা মেঘে ঢাকতে পারে মহানগরীর আকাশ। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিও।

হাওয়া অফিস জানিয়েছে, সপ্তমীতেই বর্ষা কার্যত বিদায় নিয়েছে। তবে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকে এই সমস্যা হয়েছে। 
 

উত্তর আন্দামানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেটির অভিমুখ ক্রমশ ওড়িশার দিকে সরে গিয়েছে। 
তার জেরে ভারী বৃষ্টিপাত না হলেও, হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 

নবমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
চলতি মাসের ১৮ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 

সপ্তাহ খানেক আগেই প্রবল বৃষ্টিতে কার্যত বানভাসি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।
তবে হাওয়া অফিস জানাচ্ছে, এখন তেমন পরিস্থিতির সম্ভাবনা নেই। মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

Previous articleদেশের সময় পুজোর ফ্যাশন: আজকের মডেল স্বপ্না দে
Next articleDurga Puja 2021: ভেদাভেদ সরিয়ে সকলেই শামিল কালুপুরের পুজোয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here