Weather Update: দোলে শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গ,ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায়, জারি সতর্কতা

0
125

দেশের সময় কলকাতা : আজ সোমবার । সকাল থেকে আকাশ পরিষ্কার। একেবারে ছুটির মেজাজ। আবীর, রঙ নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলার মানুষ। কোথাও কোথাও চলছে বসন্ত উৎসব তথা সাংস্কৃতিক অনুষ্ঠান। হলুদ বা সাদা শাড়ি পরে একে অপরের গালে রঙ ছুঁইয়ে দিচ্ছেন কেউ কেউ। কিন্তু সেই সব আনন্দই মাটি হয়ে যেতে পারে। নামতে পারে অঝোরে বৃষ্টি। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে একটা অংশে।

অসমে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই সোমবার দোলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যেই উত্তরবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের তিন জেলায় ভারী  বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।

দোলের আনন্দে বৃষ্টির ভ্রুকুটি! উত্তরবঙ্গের তিন জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। দিনে ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।

মঙ্গলবার শহর কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। তবে সোমবার শুষ্কই থাকবে আকাশ। অর্থাৎ দোলের দিন জমিয়ে উপভোগ করতে পারবেন শহরবাসী। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। সোমবার আংশিক মেঘলা থাকবে আকাশ।

সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ।

সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে। কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময় বৃষ্টি হতে পারে।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মালদা এবং দিনাজপুরে হতে পারে বৃষ্টি।

অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দোল এবং হোলিতে। সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

তবে দোলে বৃষ্টি থেকে বাদ পড়বে না দক্ষিণবঙ্গও। দক্ষিণের আট জেলায় সোমবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই বৃষ্টি শুরু হওয়ার আগে রঙের খেলা সেরে নেওয়াই ভাল, নাহলে সব রঙ ধুয়ে যেতে পারে বৃষ্টিতে। কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা। ফলে গরম বাড়বে। তাপমাত্রার বেশ কিছুটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ৩৭ ডিগ্রির ঘরে যেতে পারে দক্ষিণবঙ্গের পারদ ।

Previous articleHoliহোলিকাদহনের ন্যাড়া কিন্তু আসলে ন্যাড়া নয় , জানুন এর পৌরাণিক কাহিনি  : দেখুন ভিডিও
Next articleKanika Banerjee জন্মশতবর্ষে শ্রদ্ধা: কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র-কণিকায় অতীন্দ্রিয় জগৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here