Weather Update: দুয়ারে দোল! হোলিতে কেমন থাকবে আবহাওয়ার মতি-গতি?

0
499

দেশের সময় ওয়েবডেস্কঃ রঙের উৎসবের আবহে মাতোয়ারা গোটা বাংলার মানুষ। রং, আবির লাগা শুধু অপেক্ষামাত্র। রঙের ছোঁয়া পেতে মুখিয়ে সকলেই। আনন্দোৎসবের মাঝেই অস্বস্তি বাড়াচ্ছে আবহাওয়া। মার্চের শুরুতেই হাঁসফাঁস গরম। ক্রমশ বাড়ছে পারদ। 

কিন্তু, রাজ্যে কি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দোলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দোলে কলকাতা শহরের আকাশ থাকবে মূলত উষ্ণই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দোলে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার থেকেও সামান্য বেশি থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রার পারদ। সেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

তবে দোলের সময় ঝেঁপে বৃষ্টি নামবে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায়। দার্জিলিং ও কালিম্পংয়ে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ি এলাকায়। 

শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধির সম্ভাবনা। রবিবার কলকাতায় রাতের তাপমাত্রা ২১.৩ ডিগ্রি থেকে বেড়ে ২২.২ ডিগ্রি হয়েছে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৪ থেকে ৭৮ শতাংশ। দোলে শুষ্ক থাকবে কলকাতার আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাও নেই।

দক্ষিণবঙ্গে বেড়েছে দিনের তাপমাত্রা। জেলায় জেলায় হাওয়ার বদলের পূর্বাভাস ৷ দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি থাকার সম্ভাবনা। আগামী সাত দিন কোনও জেলাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনা।

অন্যান্য বছর দোলের সময় হালকা শীতের শিরশিরানি ভাব থাকে। কিন্তু, এই বছর তাও গায়েব। কেন রাজ্যে পড়ছে গরম? জানা যাচ্ছে, পশ্চিমের শুকনো ও গরম বাতাস প্রবেশ করছে এই রাজ্যে। এর ফলেই পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা।
উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তি ফেরাতে পারে বৃষ্টি।

আগামী কয়েক দিনহালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে আর কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গের পাঁচ জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি। বাঁকুড়াতে সবথেকে বেশি গরম অনুভূত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর এবং পূর্ব বর্ধমান শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

চলতি সপ্তাহে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে এই বছর উষ্ণতম হোলি কাটাবে বঙ্গবাসী, স্পষ্ট বার্তা আবহাওয়াবিদদের।

Previous articleDarsana manisa Digital Library: সতেরো শতকের পান্ডুলিপি এবার ডিজিটালে, অভিনব উদ্যোগ ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের
Next articleCBI Raids Rabri Devi’s Residence: লালু পত্নীর বাড়িতে সিবিআই,জমির বদলে রেলে চাকরি দেওয়ার অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here