Weather Update :তৈরি হয়েছে গভীর নিম্নচাপ , বাংলায় আবহাওয়ার আমূল বদল শনিতে, প্রবল বর্ষণে কর্ণাটকে মৃত্যু ৩৮ জনের

0
512

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রবল বর্ষণে বিপর্যস্ত কর্ণাটক।

বুধবার একটি বৈঠকের পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, পয়লা জুন থেকে এখনও পর্যন্ত তুমুল বর্ষণের জেরে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। ৫৭টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ২০৮টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০৫ গবাদিপশুর মৃত্যু হয়েছে। তাছাড়াও ব্যাপক বৃষ্টি ও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে চাষের জমি ও ফসলের বিপুল ক্ষতি হয়েছে। বহু ফসল মাঠেই নষ্ট হয়ে গেছে। 

মৌসম ভবন জানিয়েছে, আগামী দুইদিন কর্ণাটকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। আগামী সপ্তাহেও তুমুল বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া। 

এদিকে ‘অভিমানী আকাশ’! কালো মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে হালকা রোদ। পরক্ষণেই বৃষ্টি! আবহাওয়ার মিনিটে মিনিটে মতি বদলানো নিয়ে রীতিমতো চমকে উঠছেন বাংলার মানুষ।

হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও বঙ্গোপসাগরের দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। একইসঙ্গে কচ্ছতে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।

যদিও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাপমাত্রার নিম্নমুখী গ্রাফ কিছুটা হলেও স্বস্তি দেবে। কিন্তু, অস্বস্তি বাড়াবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। যদিও সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সময় উত্তরবঙ্গের কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি, অন্তত এমনটাই জানান দিচ্ছে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত।

অন্যান্য জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিন দুই বঙ্গে সেভাবে তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ওডিশায় বৃহস্পতিবারও হতে পারে ভারী বৃষ্টিপাত, পূর্বাভাস রয়েছে এমনটাই।

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং এদিন সর্বনিম্ন তাপমাত্র ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ। কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে।

চলতি বছর বিস্তর দেরিতে প্রবেশ করেছে বর্ষা। স্বাভাবিকভাবেই জুন মাসে বৃষ্টিপাতের ঘাটতি হতে পারে, মনে করা হচ্ছিল এমনটাই। কিন্তু, শুধু জুন নয়, জুলাই মাসেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে বিস্তর। এরই মধ্যে নিম্নচাপের সম্ভাবনায় আশার আলো দেখছেন সাধারণ মানুষ।

Previous articlePM Narendra Modi: তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে: গ্যারান্টি দিলেন মোদী
Next articleBongaon Kumudini Uchcha Balika Vidyalaya : ‘নিয়মিত স্কুলে আসেন না, ক্লাস নেন না, প্রতিবাদ করলেই সুন্দরবনে বদলির হুমকি’,তৃণমূল কাউন্সিলরের শিক্ষক স্বামীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের :দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here