Weather Update: চৈত্রের তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, আবহাওযার পূর্বাভাস জানুন

0
806

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও গরম থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর।

চৈত্রের শেষের দিকে দাবদাহে রীতিমতো অস্বস্তিতে বাংলার মানুষ। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বাড়ছে গুমোট ভাব। চাঁদি ফাটা রোদের কারণে নাজেহাল অবস্থা সকলেরই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গ গরম থেকে এখনও রেহাই পায়নি।

চলতি সপ্তাহেই কি স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?  রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কয়েকটি জেলায় পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। আর্দ্রতার কারণে আরও বাড়বে অস্বস্তি। 

কলকাতা, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও, রাজ্যের কয়েকটি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। রবিবারেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি সোমবারেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে আজও। 

সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে এই জেলায়। 

Previous articleMagrahat Murder:মগরাহাটের জানে আলম গ্রেফতার টালিগঞ্জ থেকে
Next articleSealdah Bongaon Local Route: ষাঁড়কে ধাক্কা মেরে বিকল হয়ে গেল ট্রেনই! বিভ্রাট শিয়ালদা বনগাঁ লাইনের শাখায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here