দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা রয়েছে। যদিও তার আগে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই পশ্চিমের বেশ কিছু জেলার।
বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহ চলতে পারে। শুক্র-শনিতেও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও শনি-রবিবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২ ডিগ্রি সেলসিয়াস মতো কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার অন্তত ৮ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তীব্র গরমে নয় জেলার ৭২টি ব্লকে নেমে গিয়েছে জলস্তর। ওই সব এলাকায় জলের জোগান বজায় রাখতে পানীয় জলের পাউচ বিলি করা হবে। সেই সঙ্গে জলের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সরকারের তরফে কাজটি করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।
সরকারি রিপোর্টে জানা গেছে, জলস্তর নেমে যাওয়ার নিরিখে পশ্চিমবঙ্গের ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে চিহ্নিত করা হয়েছে। আরও ৩০টি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য। তালিকায় সবার উপরে মুর্শিদাবাদ।
এই জেলার চারটি ব্লককে সবচেয়ে ‘আশঙ্কাজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও ১৩টি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ বলে উল্লেখ করা হয়েছে। তারপর আছে নদিয়া। সেখানে ‘আশঙ্কাজনক’ ব্লক আট, ‘অংশত আশঙ্কাজনক’ ব্লক তিনটি। পূর্ব বর্ধমান জেলার পাঁচটি ব্লককে ‘আশঙ্কাজনক’ ও ‘অংশত আশঙ্কাজনক’ বলা হয়েছে।
উত্তর ২৪ পরগনার দু’টি ব্লককে ‘আশঙ্কাজনক’ ও তিনটি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ বলা হয়েছে। হুগলির আশঙ্কাজনক ব্লকের সংখ্যা ছ’টি ও অংশত আশঙ্কাজনক ব্লকের সংখ্যা তিনটি। এছাড়াও তালিকায় পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হাওড়া, বীরভূমের একাধিক ব্লক রয়েছে। যেখানে জলস্তর নেমে গিয়েছে।
জলস্তর নেমে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে বৃষ্টি না হওয়া ও ক্রমবর্ধমান গরমের সঙ্গে চলতে থাকা তাপপ্রবাহ। তাই এই নয়টি জেলার আশঙ্কাজনক ও অংশত আশঙ্কাজনক ব্লকগুলিতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের পাউচ ও গাড়ি পাঠাবে রাজ্য সরকার।
বুধ ও বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলতে পারে। শুক্র ও শনিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
শনিবার বেশ কিছু জেলায় যেমন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তেমনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে এই চার জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলতে পারে।
রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবার গোটা উত্তরবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্র থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই দিনাজপুর সহ আট জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।