Weather Update : চড়া রোদে ফাল্গুনেই বাড়ছে অস্বস্তি,মার্চের শুরুতেই রেকর্ড গরমের পূর্বাভাস

0
384

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোরের দিকে হালকা কুয়াশায় রয়েছে শিরশিরানি ভাব।দখিনা বাতাসে মনোরম আবহাওয়া জেলায় জেলায়।

কিন্তু বেলা বাড়তেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন। ফেব্রুয়ারির শেষ থেকেই ভ্যাপসা গরম শহর ও শহরতলিতে। চড়া রোদে রীতিমতো অস্বস্তি বাড়ছে শহরবাসীর। 

রবিবারের তুলনায় সোমবার তাপমাত্রার পারদ আরও খানিকটা বাড়ল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার ওপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা। 

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিশ্র আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকের এবং উপকূলবর্তী জেলাগুলিতে জারি পূবালী হাওয়ার দাপট। আবার পশ্চিম দিকে জেলাগুলিতে এখনও রাতে ও সকালের দিকে দক্ষিণ-পশ্চিমের হাওয়া বইছে।

উপকূলবর্তী এবং বাংলাদেশ সঙ্গে আমরা জেলাগুলিতে সকালের দিকে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা বাড়লে রোদ উঠবে। আগামী কয়েকদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। ফলে গরম অনুভূত হবে তো বটেই, সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকতে পারে।

Previous articleAdenovirus : হাবরায় অজানা জ্বরে একরত্তির মৃত্যু!
Next articleHoney bee : বাংলাদেশের মৌমাছি সংসার পাতিয়েছে এপার বাংলার মৌমাছির সঙ্গে! যৌথ পরিবার পেয়ে খুশি সলমন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here