Weather Update:কালবৈশাখীর সম্ভাবনা ক্ষীণ, বৃষ্টি কবে হবে? জানুন আবহাওয়ার আপডেট

0
680

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টি কবে হবে? চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে অপেক্ষায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়ার আমূল বদলের পূর্বাভাস দিয়েছে। শনিবার পূর্বাভাসে জানিয়েছে, এখনি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরে বৃষ্টি চলবে।

এদিকে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী হয়েছিল।

তবে কলকাতার মানুষ হাপিত্যেশ করেই বসে আছে একটু বৃষ্টির আশায়। যদিও সেই আশায় জল ঢালল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-পশ্চিমী বাতাস ঢুকতে শুরু করেছে এই রাজ্যে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একবারে নেই বললেই চলে। 

অন্তত আগামী চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

উল্লেখ্য, এই কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি হতে পারে।

আকাশ আংশিক মেঘলা থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহও চলতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত চলবে। সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

কয়েকদিন ধরে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই অর্থে বৃষ্টি হয়নি। তবে আগামী কয়েকদিনে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যার ফলে ফের অপেক্ষাই ভরসা শহরবাসীর।

Previous articleBangaon Winners Force : নারী-সুরক্ষায় অভিনব উদ্যোগ, মহিলাদের নিরাপত্তায় ‘ বনগাঁ উইনার্স বাহিনী’
Next articleCow Smuggling: গরু পাচার কাণ্ডে প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here