Weather report: কলকাতা-সহ কোন কোন জেলায় ঝেঁপে বৃষ্টি? কি জানাচ্ছে হাওয়া অফিস: দেখুন ভিডিও

0
461

দেশের সময়, কলকাতা :মেঘ, বৃষ্টি, রৌদ্রের খেলা অব্যাহত রাজ্যে। দিন কয়েক আগে পর্যন্তও নিম্নচাপের জেরে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে মুষলধারে বৃষ্টি। আপাতত বৃষ্টির পরিমান কিছুটা কম। তবে সম্ভাবনা যে একেবারে থাকছে না, তেমনটা নয়। আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

কয়েকদিনের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম কমেনি। আগামী ৪৮ ঘণ্টায় গরম ও অস্বস্তি দুইই বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। জানিয়েছে হাওয়া অফিস।

জানা গেছে আগামী দু’‌দিন দক্ষিণবঙ্গে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। রবিবার পর্যন্ত গরম বাড়ার সম্ভাবনা। সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

সোমবার থেকে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দু–তিনদিনে তাপমাত্রা দু’তিন ডিগ্রি কমবে।

আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার দু–এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে।

দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন ভিডিও

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। রবিবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বুধবার ৯ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৷

Previous articleSUCI Brigade : ক্ষমতার জন্য পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়েছে’, এস ইউসিআই-র ব্রিগেড থেকে সিপিএমকে তুলোধনা প্রভাসের
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here