Weather Forecast : সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রা, দেখুন আগামী কয়েক দিনের পূর্বাভাস

0
364

দেশের সময় ওয়েবডেস্কঃ বলছে সপ্তাহান্তেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে আবার এমনটাই বলছেআবহাওয়া দফতরের পূর্বাভাস ৷ কতটা মেঘলা আকাশ? কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Forecast : হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি নিম্নচাপ রয়েছে।তবে সেটি ধীরে ধীরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ুর দিকে সড়তে পারে। ফলে আরও ১ ডিগ্রির মতো কমতে পারে তাপমাত্রা। 

শুক্রবার (Friday) শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। তবে সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রির ওপরে যেতে পারে। 

অন্যদিকে এই মুহূর্তে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। 
তবে রবিবার (Sunday) ও সোমবার (Monday) উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতার কিছু অংশে। 
 

Previous articleHoroscope: লক্ষ্মীবারে জানুন আজকের আর্থিক রাশিফল
Next articleদিদির নিদান: রাত ১০’ টা পর্যন্ত ফোন ধরতেই হবে কাউন্সিলরদের, বৃহস্পতিবার বনগাঁ পুরসভার চিত্রটা কেমন?ঘুরে দেখল দেশের সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here