দেশের সময় ওয়েবডেস্কঃ আজ মহাষ্টমী । আজ থেকেই বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে তা আজই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে রেনকোট না পরতে হলেও ছাতা সঙ্গে রাখতেই হবে মহাষ্টমীর দিনভর। পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। বুধবার নাগাদ নিম্নচাপ ঘণীভূত হওয়ার উপযু্ক্ত পরিস্থিতি রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা। তাই রাজ্যের বেশির ভাগ জেলা থেকে বর্ষা বিদায় নিলেও একাদশী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি পিছু ছাড়বে না বলেই মত তাঁদের।
নবমীতে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমান বাড়বে। এছাড়া অন্যান্য জেলাগুলিতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ১৫ তারিখ, অর্থাৎ দশমীতে বৃষ্টির পরিমান আরও বাড়ার আশঙ্কা।
এদিকে উত্তরবঙ্গবাসীর জন্য অবশ্য সুখবর রয়েছে। ১৫ তারিখ, অর্থাৎ দশমী পর্যন্ত পর্যন্ত উত্তরবঙ্গে তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
মূলত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকেই। জানাচ্ছে হাওয়া অফিস।
পুজোর মুখে বাংলার একাধিক জেলা বন্যা কবলিত হয়েছিল। এখনও হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরের বহু এলাকা জলমগ্ন। পুজোর আনন্দও সেখানে ম্লান। তার মধ্যে কোভিড সংক্রমণ তো রয়েইছে। এর মধ্যেই আবার একটা নিম্নচাপের ভ্রূকুটি।
তবে দশমীর দিন মালদা ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গ হয়ে আস্তে আস্তে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে নিম্নচাপটি।