দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গে জারি বৃষ্টি। আজ বৃহস্পতিবারও বৃষ্টি হবে রাজ্যে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানাচ্ছে, এদিন শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দু-এক পশলা বৃষ্টি।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও পূর্ব উত্তর প্রদেশে। তাছাড়া উত্তরবঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা।
এই দুয়ের প্রভাবে উত্তরবঙ্গের সব জায়গায় হতে পারে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত। তারমধ্যেও উপরদিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমান বিশেষভাবে বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
এদিকে বাদ যাবে না দক্ষিণবঙ্গও । আবহাওয়া দফতর জানাচ্ছে আজ এবং আগামিকাল বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশকয়েকটি জেলায় হতে পারে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত।
প্রসঙ্গত বিগত বেশকিছুদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে রাজ্যে। ফলে অনেকটাই বেড়েছে নদীগুলির জলস্তর। কোথাও কোথাও জল জমে রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।