![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/NEW-1024x853.jpg)
দেশের সময়ওয়েবডেস্কঃ আজ সোমবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/triveni-vapour-pic-01-1024x853.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/DS-AD-03.jpg)
হাওয়া অফিস সূত্রেজানাগিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শহরের পাশাপাশি দুইবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দুই জেলায় এবং দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে গতকালই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/Tailors-niva-new-ad-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/DR-scaled.jpg)
এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/car-bazar-add01-scaled.jpg)
এছাড়া উত্তরপূর্ব বিহার থেকে উত্তরপূর্ব ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওডিশার দক্ষিণ উপকূল পর্যন্ত রয়েছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা। আর এর প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/DEY-INTERNATIONAL-ad-scaled.jpg)
এদিকে আইএমডি জানাচ্ছে, জুলাই মাসে গোটা দেশেই স্বাভাবিক বর্ষার বৃষ্টি হবে। সেক্ষেত্রে আগামী ৮ তারিখ থেকেই ফের সক্রিয় হতে পারে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। যার জেরেই বৃষ্টির পরিমান স্বাভাবাকি হবে বলে জানা যাচ্ছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/maasaradaroadlines-scaled.jpg)