Weather Forecast: শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস

0
938

দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে চোখ রাঙাচ্ছে । শুক্রবার থেকেই বদলে গিয়েছে বাংলায় আবহাওয়ার হাল হকিকত। তুমুল ঝড়-বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শনিবারও পরিস্থিতি একই রকম থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। সারারাত বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া ও হুগলিতে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ রাজ্যের উপকূলবর্তী এলাকার দিকেই ধেয়ে আসছে। শুক্রবার থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। দমকা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যেই। তবে নিম্নচাপের জেরে বৃষ্টি আরও বাড়বে বলেই জানান হয়েছে।

নিম্নচাপ ক্রমেই এগিয়ে আসছে। বর্তমানে সাগর দ্বীপ থেকে দূরত্ব কমে ১৫০ কিলোমিটার হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতও শুরু হয়েছে৷ বীরভূম এবং পুরুলিয়া জেলায় আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যত উপকূলের দিকে আসবে এই নিম্নচাপ তত গতি কমবে৷ দীঘা এবং সাগরদ্বীপ উপকূলে এর প্রভাব পড়বে অনেকটাই।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই সৈকত শহর দিঘায় শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গতকাল থেকেই উপকূরবর্তী জায়গায় ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কতামূলক প্রচার হয়। মাঝ সমুদ্র থেকে তীরে ফিরতে গিয়ে ঘটে যায় ভয়াবহ ট্রলার দুর্ঘটনা। এই নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র।২০ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

শহর কলকাতার আকাশ দিনভরই মেঘলা থাকবে। দফায় দফায় হবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্রবার থেকেই শহরে শুরু হয়েছে বৃষ্টিপাত। পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে সাধারণ মানুষ সমস্যার কথা জানাতে পারবেন।

জেলাগুলির উপরেও নবান্ন নজরদারি চালাচ্ছে। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা একধাক্কায় কমবে অনেকটাই। শনিবারও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে।

কলকাতায় আজ সন্ধে থেকে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পুর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা সহ পুর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার উপকূল অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তি এলাকায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। কিছু জেলায় বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।

Previous articleLocket Chatterjee: রাইস মিলে গাড়ির শোরুম, এটা বাংলার লজ্জা, তোপ লকেটের
Next articlePartha Chatterjee || Anubrata Mondal : ‌পার্থ ঘনিষ্ঠের খোঁজে ঝাড়খণ্ডের হোটেলে হানা আয়কর দপ্তরের, অনুব্রতকে নিয়ে আসানসোলের পথে সিবিআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here