দেশের সময় ওয়েবডেস্কঃ সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার জেলার অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামীকাল। তার প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন উত্তর ও দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। রবিবার বৃষ্টি বাড়বে।
উত্তর বঙ্গোপসাগরে ঘুনাবর্ত ঘনীভূত হচ্ছে। শনিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা। এটি পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে আরও শক্তিশালী হয়ে। সৌরাষ্ট্র কচ্ছ উপকূলে রয়েছে সুস্পষ্ট নিম্ন চাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির উপর রয়েছে ঘূর্ণাবর্ত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। তার আগে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন।
আগামী ২৪ ঘণ্টায় কিছুটা বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে থাকবে। আগামীকালও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
তবে বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন। দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপু্ ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগণা এবং উপকূল সংলগ্ন জেলা গুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা বেশি থাকায় জলীয় বাষ্প বেশি হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হবে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩-৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার।
আগামী ২৪ ঘণ্টা হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া, কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট ও রাজস্থানে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা।