Weather: ‌উধাও শীত!‌ ঘন কুয়াশায় ঢাকল শহর, তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি

0
366

দেশের সময় ওয়েবডেস্কঃ পৌষ সংক্রান্তির আগেঘন কুয়াশায় ঢাকল শহর৷ উধাও শীত!‌ শহরের সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার রাত ৯টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর–৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। শনিবার সকাল আটটা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর–৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। যার ফলে শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে রয়েছেন–৮ নম্বর লটে।

আবার ঘন কুয়াশার কারণে শনিবার সকাল থেকে নামখানা–বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবাও পুরোপুরি বন্ধ। রাত  পোহালেই মকর সংক্রান্তি। লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান করবেন। প্রশাসনের তরফে প্রস্তুতি সাড়া। কিন্তু বিপদ বাড়িয়েছে কুয়াশা। এদিকে, অত্যধিক কুয়াশার জন্য শনিবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে ভোর ৪টে ৩২ এবং সকাল ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং–শিয়ালদহ লোকাল।

তবে সকাল ৬টা ৫০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বেলার দিকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় ধীরে ধীরে চালু হয়েছে ভেসেল পরিষেবাও। তবে এখনও লট নম্বর–৮ এর কাছে বিপুল সংখ্যক পুণ্যার্থী আটকে আছেন।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পাশাপাশি শনিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিস্কার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ছে। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি করে বেড়েছে। 

তবে উত্তরে খুব একটা হেরফের হয়নি। কয়েকটি জেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও কার্শিয়াং এবং দার্জিলিঙে শীতের যথেষ্ট দাপট রয়েছে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টা কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পারদ আরও ঊর্ধ্বমুখী থাকবে।

এর কারণ পশ্চিমি ঝঞ্ঝা বলে জানিয়েছে হাওয়া অফিস।  এদিকে, উত্তর ভারতে কনকনে ঠাণ্ডা অব্যাহত। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বত লাগোয়া অঞ্চলেও তীব্র ঠান্ডা পড়েছে। শনিবার কেরলের শৈলশহর মুন্নার ঢেকে গিয়েছে বরফে। 

Previous articleBharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস সাংসদের
Next articleSlap by TMC leader: মন্ত্রীর সামনেই ‘দিদির দূত’কে অভিযোগ জানাতে গিয়ে গ্রামবাসীকে সপাটে চড় খেতে হল তৃণমূল কর্মীর হাতে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here