WB Primary TET Results 2022: প্রাইমারি টেট ২০২১-র ফল ঘোষণা, কীভাবে জানবেন রেজাল্ট? বিস্তারিত রইল

0
497

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে ১১ মাস ১০ দিন বাদে। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি হল। সোমবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য টেটের ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেন। । পরীক্ষা পাশ করেছেন মোট ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে ফল।

পুজোর আগে টেটের ফলাফল প্রকাশের কথা থাকলেও তা নানা কারণে পিছিয়ে যায়। অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল। ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের ৩১ জানুয়ারি।

এই বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে ৫৫ হাজারের মতো পরীক্ষার্থী ছিলেন অনুপস্থিত। পরীক্ষা দেন মোট ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন। তাঁদের মধ্যে ১২ জনের পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষায় পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন।
পরীক্ষা হয়েছিল গতবছরের ৩১ জানুয়ারি। যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা চাকরি পাবেন বলে জানা গিয়েছে।
 ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সাবমিট করলে জানা যাবে পরীক্ষার ফল। 

প্রসঙ্গত, প্রাথমিক টেটের এই পরীক্ষা ২০১৭ সালে হওয়ার কথা ছিল।পরীক্ষা দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ চাকুরিপ্রার্থী। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, “সম্পূর্ণ আইনি জটিলতা এবং ত্রুটিমুক্ত স্বচ্ছ রেজাল্ট বার করার জন্য একটু সময় নিচ্ছি। মূলত, ‘অ্যানসার কি’ অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে তৈরি জটিলতা কাটাতেই লাগছে। ফল প্রকাশ করতে কোনও অসুবিধা নেই। ‘অ্যানসার কি’ চূড়ান্ত হয়ে গেলে দ্রুত ফল প্রকাশে কোনও বাধা থাকে না। কিন্তু, ফল প্রকাশের পর জটিলতা তৈরি হলে তা কাটার ক্ষেত্রে অনেক অন্তরায় থাকে। সেটা এড়াতেই আমরা আইনি জটিলতামুক্ত ও ত্রুটিহীন রেজাল্ট দিতে হবে।”

Previous articleKamarpukur Math: ‌কোভিড পরিস্থিতিতে , বন্ধ হল কামারপুকুর মঠ ও মিশন
Next articleবনগাঁয় কলেজের অধ্যক্ষকে দরজা বন্ধ করে পেটাল হিসেবরক্ষক,অভিযুক্তকে আটক করেছে পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here