দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিডের তৃতীয় ঢেউ রুখতে জানুয়ারির গোড়া থেকেই বিধি বেঁধে দিয়েছিল নবান্ন। প্রথম দফায় ১৫ জানুয়ারি সেই বিধির বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। এদিন তার মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল। তবে বেশ কিছু ক্ষেত্রে করাকড়ি শিথিল করল রাজ্য সরকার।
অন্যদিকে, রাজ্যে বর্তমানে বিয়ের মরসুম। আর এই মরসুমেই কিছুটা লাভের মুখ দেখেন ক্যাটারিং ব্যবসায়ীরা। সেই কথা মাথায় রেখেই সর্বাধিক ২০০ জনকে আমন্ত্রণের ক্ষেত্রে ছাড় দেওয়া হল।
অর্থাৎ একটি বিয়েবাড়িতে সর্বোচ্চ ২০০ জন জড়ো হতে পারবেন। খোলা জায়গায় মেলা করার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তবে তা করতে হবে কোভিড বিধি মেনে।
তবে রেল, নাইট কার্ফু, মেট্রো রেল ইত্যাদি ক্ষেত্রে আগের বিধিই বহাল থাকছে। অর্থাৎ শেষ লোকাল ট্রেন হাওড়া, শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১০টায়। নাইট কার্ফুও বজায় থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে এই দফাতেও কোনও সিদ্ধান্ত নেয়নি নবান্ন। অর্থাৎ শিক্ষাঙ্গন বন্ধই থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা অনুষ্ঠিত করার বিধি শিথিল করায় অনেকে মনে করছেন বইমেলা হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা রইল না।