দেশেরসময়ঃ বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো সোমবার । এদিন সকালে এক পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠান এর সূচনা করেন বনগাঁ পুলিশ জেলার সুপার তরুণ হালদার। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার, বনগাঁ থানার আইসি মানস চৌধুরী এবং অন্যান্য থানার পুলিশ আধিকারিকরা।
এদিন সকালে বনগাঁ থানা থেকে শুরু করে পদযাত্রা রায় ব্রিজ, মতিগঞ্জ , রাখালদাস সেতু, বাটার মোড় , ত্রিকোণ পার্কে শেষ হয।় এই পদ যাত্রায় পুলিশকর্মীদের পাশাপাশি স্কুলের পড়ুয়া এবং শ্রমিকেরাও অংশ নেন। এ ব্যাপারে পুলিশ সুপার তরুণ হালদার জানান, রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প এর অঙ্গ হিসেবে পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে পদযাত্রার আয়োজন করা হয়েছে।
এর পাশাপাশি গাড়ির চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ট্রাফিক সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে শিবিরের আয়োজন করা হয়েছে।