Viral Video: বনগাঁর মেয়ে সুনন্দার কীর্তিতে নেটপাড়ায় ছিঃ ছিঃ রব! সরস্বতীর সাজে বিরিয়ানি খাচ্ছে দিব্বি!

0
3

দেশের সময় ওয়েবডেস্কঃ যে কোনো পুজো আসতেই, দেবীর সাজে মেকআপ আর ফোটোশ্যুট করার হিড়িক লেগে যায় সোশ্যালমিডিয়ায়। দুর্গাপুজোয় কাশবনে ‘জ্যান্ত-দুর্গাদের’ রমরমার সঙ্গে আজকাল এই ট্রেন্ড লক্ষ্মী ও সরস্বতী পুজোতেও। তবে সেরকমই একটা ভিডিয়ো হয়ে দাঁড়াল নেটপাড়ার সমালোচনার কেন্দ্রবিন্দু।

ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যায়, সরস্বতীর সাজে এক মহিলা। আর তাঁকে প্লেটে করে বিরিয়ানি খাইয়ে দিচ্ছেন কেউ। তিনি গপগপিয়ে খাচ্ছেন। আর এই ভিডিয়োটিতে রীতিমতো বিরক্তি প্রকাশ করতে দেখা গেল।

https://www.instagram.com/reel/DFfufrtyTVW/?igsh=dmdxMHR5cnZiNHR4

একজন লিখেছেন, ‘সরস্বতীর সাজে বিরিয়ানি খাচ্ছেন। ছিঃ ছিঃ কী পাপ কাজ’। অপর আরেকজন লিখলেন, ‘মা-কে অপমান! কী পাপ কাজ বিরিয়ানি খাওয়া’। আরেকজন ঠাট্টা করে মন্তব্যকরেন, ‘সরস্বতী ঠাকুর যে বিরিয়ানি খায়, এই প্রথম দেখলাম’। চতুর্থজনের মন্তব্য, ‘স্বরসতী ঠাকুর বিরিয়ানি খাচ্ছে (হাসতে হাসতে চোখে জল আসারস্মাইলি)।’। পঞ্চমজনের মন্তব্য, ‘লজ্জা লাগা দরকার। দেবতা সেজে বিরিয়ানি খাচ্ছে’।

এই মহিলার নাম সুুনন্দা চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংক্যা ৫ লাখেরও বেশি। ফেসবুকেও প্রায় ৬ লাখ মানুষ ফলো করেন সুনন্দাকে। বায়ো-তে নিজেকে অভিনেত্রী, মডেল বলে বর্ণনা করেছেন। বনগাঁর বাসিন্দা। 
যদিও দেখা গেল, এই পোস্টে অনেকে আবার সুনন্দার হয়েও কথা বলেছেন। একজন লেখেন, ‘এটা তো নিছকই শ্যুট। বিয়ের শ্যুট মানে কি তাহলে মডেল না খেয়ে থাকবে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘তুমি এসবে কান দিও না দিদি। তুমিই সত্যিই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।’

আপনাদের কী মত এই ভিডিয়ো নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে লিখুন কমেন্ট বক্সে ?

Previous articlevintage car rallyin kolkata 2025 কলকাতা রোয়িং ক্লাবে ভিনটেজ কার র‍্যালি: ঐতিহ্যের চাকা গড়াল শহরের বুকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here