দেশের সময়: একদিন, দু’দিন নয়। ১৭ বছর ধরে তিনি মুখে তোলেননি কোনও খাবার। এমনকী খাননি এক গ্লাস জলও। তারপরও দিব্যি বেঁচে আছেন গোলামরেজা আরদেশিরি। আর পাঁচজনের মতো তিনিও হেঁটে চলে বেড়াচ্ছেন। কথা বলছেন। কাজকর্ম করছেন।
গোলামরেজা ইরানের বাসিন্দা। জানিয়েছেন, শেষবার তিনি খাবার খেয়েছিলেন ২০০৬ সালে। তারপর থেকে শুধু কোল ড্রিঙ্ক খেয়েই রয়েছেন। এখন অবস্থা এমনই যে, কোনও খাবার মুখে দিলেই সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। খাবার, জল তো ছেড়েইছেন। ঘুমও চলে গিয়েছে তাঁর চোখ থেকে। এখন দিনরাত মিলিয়ে মাত্র চার ঘণ্টা ঘুমান। কিন্তু এভাবেও কি বেঁচে থাকা যায়? চিকিৎসকরা বলছেন, ঠান্ডা পানীয়ের মধ্যে প্রচুর চিনি ও জল থাকে। ফলে ওই ব্যক্তি হয়তো কার্বোহাইড্রেট খেয়েই শক্তি সঞ্চয় করে বেঁচে আছেন। তবে কেন তিনি খাবার ও জল ছেড়েছিলেন, তা জানা যায়নি।