Viral: সামনে অ্যাম্বুল্যান্স আহত সাথীকে অনুসরণ করে ৮ কিমি সঙ্গী ঘোড়া পৌঁছল হাসপাতালে দেখুন ভিডিও

0
501

দেশের সময় ওযেবডেস্কঃ রাস্তায় আহত অবস্থায় একটি ঘো়ড়াকে পড়ে থাকতে দেখেন উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা। তিনি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দেন। সেই খবর পেয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর পর আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যান তাঁরা।

এরপর যা ঘটলো! সামনে ছুটছে অ্যাম্বুল্যান্স, সেটিকে অনুসরণ করে পিছনে দৌড়চ্ছে একটি ঘোড়া। সোমবার এমনই একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুর। যা এখন নেটমাধ্যমে ভাইরাল।

https://www.facebook.com/vishwanath.saini.31/videos/629651874810222/?ref=share

আশ্চর্যজনক ভাবে অ্যাম্বুল্যান্সের চালক দেখেন গাড়ির পিছনে পিছনে ছুটছে একটি ঘোড়া। সেটিকে দেখে একটু গতি কমান চালক। প্রায় ৮ কিলোমিটার অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করে পশু হাসপাতালে পৌঁছয় ঘোড়াটি।

জানা গেছে, আহত ঘোড়াটি দ্বিতীয় ঘোড়ার সঙ্গী। আহত সঙ্গীকে কাছছাড়া করতে চায়নি। আর সে কারণেই অ্যাম্বুল্যান্সের পিছনে পিছনে দৌড়ে হাসপাতালে পৌঁছয় সেটি। আহত ঘোড়ার চিকিৎসা চলছে। তার সঙ্গীকেও রাখা হয়েছে হাসপাতাল চত্বরেই।

নোটাগরিকদের অনেকেই এই ঘটনার ভিডিও টি দেখে ‘বন্ধুত্বের’ এক সুন্দর নিদর্শন বলে মন্তব্য করেছেন।

Previous articleBelur Math Reopen: ‌প্রায় দেড় মাস পর ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ
Next articleWest Bengal Municipal Elections: পুরভোটে কি কেন্দ্রীয় বাহিনী? কমিশনের উপর ছাড়ল হাই কোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here