Vijay Dashami 2022: নীলকণ্ঠ পাখি উড়িয়ে ইতিমধ্যে কৈলাসে বার্তা পাঠানো হয়েছে, ফিরছেন ঘরের মেয়ে উমা: দেখুন ভিডিও

0
974

অর্পিতা বনিক , বনগাঁ: আজ বিচ্ছেদের বিজয়া। বাপের বাড়ি থেকে আজই যাত্রা উমার। দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবী বরণের প্রস্তুতি শুরু হয় ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। তার পর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। কোলাকুলিতে চলছে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷

সকাল ১১টা বেজে ১০মিনিটেই শেষ হয়েছে দশমী তিথি। তার আগে থেকেই অবশ্য বাংলা জুড়ে ঠাকুরদালানে, বারোয়ারি পুজোর মণ্ডপে মণ্ডপে শুরু হয় ‘মা’কে বরণ করে নেওয়ার পালা।

বাংলার উৎসবের রং সাদা-লাল। সেই লাল-সাদা শাড়িতেই সেজে দুর্গা বরণ করে সিঁদুর খেলায় মাতলেন বঙ্গবধূরা। দেখুন ভিডিও :

নথে-কঙ্কনে। মাকে এক বছরের জন্য বিদায় জানাবেন। তাই সালঙ্কারে সেজেছেন বঙ্গনারীরা। গালে লেগেছে কুমকুমের ছোপ, আঙুল লাল হয়েছে আলতা-সিঁদুরে ৷

মন খারাপ! তবুও ‘মা’কে বিদায় জানাতে মণ্ডপে এসে গালে সিঁদুর মাখল বঙ্গবধূরা৷গন্ধে ছন্দে। ধূপ ধুনোয় উমা বিদায় ৷

মর্ত্যে চার দিনের উৎসব শেষে মায়ের এবার শ্বশুরভিটে ফেরার পালা। নীলকণ্ঠ পাখি উড়িয়ে ইতিমধ্যে কৈলাসে বার্তা পাঠানো হয়েছে। সন্তান-সন্ততি নিয়ে ফিরছেন ঘরের মেয়ে উমা।

Previous articleDurga puja 2022: টাকিতে ভাঙা পরিবার জুড়ে দিল মা দুর্গা
Next articleBabughat Accident: বিসর্জনে দুর্ঘটনা বাবুঘাটে, পুরসভার পে লোডারের ধাক্কায় জখম ১, মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here