দেশেরসময় , কলকাতা: হাওড়া থেকে শুরু হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ থেকেই ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ব ভারতের রেল মানচিত্রে একটি বড় মাইলফলক স্থাপিত হল। কারণ, এর আগে সারা দেশে মোট ৬ টি বন্দে ভারত চালু হলেও কলকাতা তথা পূর্ব ভারতের জন্য এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।
এদিনের অনুষ্ঠানে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিশেষ মঞ্চ স্থাপন করা হয়েছিল ২৩ নম্বর প্লাটফর্মে।
এদিন সবুজ পতাকা দেখিয়ে ট্রেন হাওড়া-এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনকার অনুষ্ঠানে মঞ্চে হাজির ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব। ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু তিনি এদিন মঞ্চে ওঠেননি। মমতা বন্দোপাধ্যায়কে দেখে বিজেপি সমর্থকেরা জয় শ্রীরাম বলে স্লোগান দিতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শুক্রবার ভোর চারটে নাগাদ চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) মা হীরাবেন মোদী । মায়ের শেষকৃত্য সেরে হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মোদী। মাতৃ বিয়োগের শোকের মধ্যে নিজের কর্তব্যে অবিচল থেকেই পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
সেই অনুষ্ঠানেই ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে মোদীর উদ্দেশে মমতা বলেন, ‘বাকি কাজ ফেলে আজ আপনার বিশ্রাম নেওয়া উচিত। আপনাকে সমবেদনা জানাই।’
মমতা এদিন হাওড়া স্টেশনে অনুষ্ঠান থেকে আরও বলেন, ‘আজ আপনার দুঃখের দিন ও আপনার ব্যক্তিগত জীবনে খুব ক্ষতি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনাকে এই শোক কাটিয়ে উঠতে পারেন। আপনি আপনার কাজ দিয়ে ওঁকে ভালবাসুন।’
হাওড়া এই অনুষ্ঠানে এদিন সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই প্ল্যান বাতিল হয়। মোদী এদিন সকালে দিল্লি থেকে উড়ে যান আমদাবাদ। সেখানেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। তারপর ভার্চুয়ালি হাওড়ার অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই নিয়ে মমতা বলেন, ‘আপনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি থাকলেন তার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এরপরই মমতা যোগ করেন, ‘যেহেতু আপনি মায়ের শেষকৃত্য সেরে এসেছেন তাই আপনি আপনার বাকি সব কাজ বাতিল করে একটু বিশ্রাম নিন।’
উল্লেখ্য, হাওড়ার অনুষ্ঠানের পরেই এদিন প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল নেভি হাউসে। সেখানেই জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। যদিও সেই অনুষ্ঠানেও ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।