Uttar Pradesh Election Result: উত্তরপ্রদেশে ফের সরকার গঠনের পথে বিজেপি, পাঞ্জাবে বড় জয়ের দিকে আপ

0
687

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোট যদি চব্বিশের রিহার্সাল হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহরা নিশ্চিন্ত হতেই পারেন। প্রথম আড়াই ঘণ্টা গণনার পরে যা ট্রেন্ড তাতে বিরাট জয়ের পথে বিজেপি। ধারেকাছে নেই অখিলেশ যাদবের পার্টি। বিজেপি জোট যখন ২৬৪ আসনে এগিয়ে তখন সমাজবাদী পার্টি এগিয়ে ১২৩ টি আসনে।

দিল্লিতে কৃষক আন্দোলনের পর মনে করা হয়েছিল যে পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ বলয়ে ধাক্কা খাবে গেরুয়া শিবির। কারণ, এখানকার জাঠ কৃষকরা বিজেপির উপর ক্ষুব্ধ। বৃহস্পতিবার গণনার শুরুর পর প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, পশ্চিম উত্তরপ্রদেশে কার্যত স্যুইপ করছে বিজেপি। এখানকার ১৩৬ টি আসনের মধ্যে ৮৪ টিতেই এগিয়ে রয়েছে তারা। সমাজবাদী পার্টি ও জাঠ প্রধান দল আরএলডি-র জোট এগিয়ে রয়েছে মাত্র ৪৩টি আসনে।

পর্বাঞ্চলে এমনিতেই বিজেপির ভিত শক্ত। সেখানেও সমাজবাদী পার্টির থেকে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। প্রতাপগড়, বালিয়া, বারাণসী, মির্জাপুর ইত্যাদি এলাকায় গেরুয়া প্রভাব ভালোমতই দেখা যাচ্ছে। যোগী আদিত্যনাথের এলাকা তথা গোরক্ষপুর লোকসভার আওতায় থাকা অধিকাংশ বিধানসভা আসনেই এগিয়ে রয়েছে বিজেপি।

এখনও পর্যন্ত ট্রেন্ডে সমাজবাদী পার্টি দ্বিতীয় স্থানে থাকলেও মোটামুটি ভাবে সম্মানজনক আসন পাওয়ার লক্ষণ স্পষ্ট। সপা এগিয়ে রয়েছে ১১৮ টি আসনে। তবে সব থেকে করুণ দশা হল কংগ্রেসের। চারশ আসনের উত্তরপ্রদেশে কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৬ টি আসনে। এমনকি আমেঠি, রায়বরেলীতেও পিছিয়ে রয়েছে সাবেক দল।

Previous articlePunjab Election Result 2022: পাঞ্জাবে ঝাড়ু ঝড়ে সাফ কংগ্রেস , জাতীয় রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান কেজরিওয়ালের
Next articleGoa TMC: গোয়ায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৩টি আসনে দ্বিতীয় স্থানে তৃণমূল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here