দেশের সময়: একটি চারতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হল পাঁচজনের। গুরুতর জখম হয়েছেন আরও সাতজন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। স্থানীয় জেলাশাসক শৈলেন্দ্রকুমার সিং জানিয়েছেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ওই বাড়িটিতে যাঁরা বাস করতেন, তাঁরা একই পরিবারের। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পুলিশের পাশাপাশি দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।