দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের বৃহত্তম রাজ্যে শুরু হয়ে গেল ২০২৪-এর সেমিফাইনাল। শুরু হয়ে গেল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া ৷আজ, বৃহস্পতিবার শীতের কুয়াশা-মাখা ভোরে পশ্চিম উত্তরপ্রদেশের মোট ৫৮টি আসনে ভোট গ্রহণের মাধ্যমে প্রক্রিয়া শুরু হল।
সাত দফার এই নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব আজ । মোট ১১টি জেলায় ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। জাতীয় নির্বাচন কমিশনের যাবতীয় কোভিড বিধি মেনেই সকাল ৭টা থেকে এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা অবধি।মূলত জাট প্রধান এলাকায় এই নির্বাচন উত্তরপ্রদেশের ভাগ্য নির্ধারণে (Uttar Pradesh Assembly Election 2022) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
প্রথম দফার ৫৮ টি কেন্দ্রের মধ্যে ৯ টি সংরক্ষিত। ৩৭ টি কেন্দ্র রয়েছে জাট অধ্যুষিত পশ্চিম উত্তর প্রদেশে। বাকি ২১ টি বিধানসভা কেন্দ্র দোয়াব অঞ্চলের মধ্যে পড়ছে। প্রথম দফার নির্বাচনে যে কেন্দ্রগুলি বিশেষ উল্লেখযোগ্য, সেগুলি হল শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা। মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দফার নির্বাচনে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টির। এছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল, শিবসেনাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বেশ কিছু আকর্ষণীয়, জনপ্রিয় প্রার্থীর ভোটের ভাগ্য বাক্সবন্দী হতে চলেছে আজ। এর মধ্যে আসনের বিচারে হাইভোল্টেজ রয়েছে নয়ডা. কৈরানা, থানা ভবন, আগ্রা (রুরাল), মুজফ্ফরনগর, মথুরা। এই দফার নির্বাচনে মুখোমুখি লড়ছেন মোট ৬১৫ জন প্রার্থী। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি এই ৫৮ আসনের মধ্যে ৫৩টিতেই জয় পেয়েছিল। এ বারে কী হয়, সেটা দেখার।
ভোট পর্ব শুরু হওযার পরেই একে একে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধি সকলেই। মোদী লিখেছেন, পেহেলে মতদান, ফির জলপান। মোদী সাধারণ মানুষকে যত বেশি সংখ্যায় সম্ভব উপস্থিত হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে উন্নত উত্তরপ্রদেশ গড়ার ডাক দিয়ে ট্যুইট করেছেন অমিত শাহ। ট্যুইট করেছেন রাহুল গান্ধিও। তিনি ট্যুইট করে লিখেছে, আসুন, একটি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভোটদান করুন। ট্যুইট করে বিএসপি প্রধান মায়াবতীও।
সব মিলিয়ে জমজমাট হয়ে আছে উত্তরপ্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশে সপা নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সেখানে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে উৎখাত করে সমাজবাদী পার্টির সরকার গঠনের আহ্ববান জানান। অখিলেশও বলেন, এ বারে উত্তরপ্রদেশ জয়ের ক্ষেত্রে সপা আত্মবিশ্বাসী। পাল্টা বিজেপি কটাক্ষ করে। সব মিলিয়ে লড়াই যে এ বার টানটান, তা স্পষ্ট।
উত্তর প্রদেশ নির্বাচনে যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
কনকনে ঠাণ্ডার মধ্যেও ভোট কেন্দ্রে হাজির ভোটাররা
সকাল থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও, হাড় কাঁপুনি ঠাণ্ডাকে উপেক্ষা করেই বিভিন্ন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ভোটাররা।
Voters brave cold to arrive early to exercise their franchise at polling booth number 50-51 in Goverdhan Assembly constituency of Mathura during the first phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/ZausYBX7Xr
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
শামলিতে কয়েকটি কেন্দ্রে ইভিএমে সমস্যা, জানালেন জেলাশাসক
প্রথম দফায় শামলি কেন্দ্রে আজ ভোটগ্রহণ পর্ব চলছে সকাল থেকে। জেলাশাসক জসজিৎ কৌর জানান, প্রত্যেকটি বুথেই ভোটগ্রহণ শুরু হয়েছে। কয়েকটি বুথ থেকে ইভিএমে সমস্যার অভিযোগ এসেছে, সেগুলি বদলানো হচ্ছে। বাকি নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে।
Polling process has started at all booths. Some complaints regarding EVMs received from some random booths, we are replacing those machines and resolving their matter. Peaceful polling underway, no law & order situation anywhere: Jasjit Kaur, Shamli DM #UttarPradeshElections pic.twitter.com/yktYRIhiu0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
Voting for the first phase of #UttarPradeshElections begins.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
Visuals from a primary school in Gantholi. pic.twitter.com/XvDfQA4CVZ