দেশেরসময় ওয়েবডেস্ক: আজ সাধারণ বাজেট।
সকলেই তাকিয়েছিলেন অর্থমন্ত্রীর ঘোষণার দিকে‌। কোন কোন জিনিসের দাম কমছে? কীসের দামই বা বাড়তে চলেছে, জানা যাবে অর্থমন্ত্রীর বাজেট পেশের মধ্য দিয়েই। করোনা পরবর্তী সময়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কী দিশা দেখাবেন নির্মলা সীতারামন দেশবাসীর নজর সেদিকেই। বাজেটের মূল বিষয়গুলি রইল আপনাদের জন্য :
শেষ হল বাজেট পেশ। দেড় ঘণ্টার বক্তৃতা রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

দামি হচ্ছে ইস্পাতজাত দ্রব্য
সস্তা হচ্ছে মোবাইল ফোন, চার্জার, দেশের তৈরি কৃষির যন্ত্রপাতি, পোশাক ও চামড়াজাত পণ্য, জুতো, হিরের গয়না
একই থাকল ব্যক্তিগত কর কাঠামো, তেমন কোনও পরিবর্তন হল না  আয়করের
দীর্ঘমেয়াদি মূলধনী লাভে ১৫ শতাংশ কর

জিএসটিতে বড় উন্নতি হয়েছে, চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারছি। জানুয়ারি’‌২০২২-‌এ ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা জিএসটি আদায় হয়েছে, যা সর্বাধিক
ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর
স্টার্টআপ ভারতের ভবিষ্যতের জন্য দিশা দেখিয়েছে। আরও এক বছরের জন্য কর উৎসাহ দেওয়া হচ্ছে
বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ কর ছাড়, কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ করা হল

করদাতারা দু’বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন
প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কার করা হবে, ঘোষণা অর্থমন্ত্রীর
সকল করদাতাদের ধন্যবাদ
চালু হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি
ব্যাঙ্ক গ্যারান্টির বিকল্প হিসাবে চালু হবে সিওরিটি বন্ড

IRDA-‌তে আনা হচ্ছে বিমা বন্ড
গণপরিবহনে ই-‌গাড়িতে ছাড়
টেলি কমিউনিকেশন দেশের উন্নতি ও বৃদ্ধি ঘটাতে পারে। অনেক কর্মসংস্থানও চালু হয়। ৫-‌জি নেটওয়ার্কিং চালু হবে ভারতে। যাতে প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছয়।
উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ

নতুন কোম্পানির প্রবেশে উৎসাহ। যে কোম্পানিগুলি লাভজনক নয় তারা যাতে বেরিয়ে যেতে পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে
বেসরকারি ক্ষেত্রে ব্যাটারি চালিত শক্তি উৎপাদনের জন্য বিশেষ উৎসাহ দেওয়া হবে
দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ে যুক্ত করা হবে
ভারতের ১০০ বছর হতে হতে বেশিরভাগ মানু্য শহরে বসবাস করবেন, এর জন্য টিয়ার-‌২ ও টিয়ার-‌৩ শহরের উন্নয়ন করতে হবে। এর জন্য শহরের পরিকল্পনা চালু করব। যার জন্য রাজ্যগুলিকে বিশেষ সাপোর্ট দেওয়া হবে, জানালেন নির্মলা ৷

ই-‌পাসপোর্ট ব্যবস্থা করেছি, যার জন্য উন্নতমানের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে:‌ নির্মলা সীতারামন
আমরা আমাদের আইন ব্যবস্থার পরিবর্তন আনছি, যাতে ব্যবসায়িক সুবিধা বাড়বে:‌ নির্মলা সীতারামন
SC-ST‌ শিশুদের জন্য বিশেষ টিভি চ্যানেল
৮০ লক্ষ মানুষকে পিএম আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে, গ্রাম-শহরে এই প্রকল্প চালু হবে৷

প্রত্যেক ঘরে পাইপের মাধ্যমে জল পৌঁছনোর জন্য কাজ করেছি, এর জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দ
স্বাস্থ্যখাতে বাড়তি নজর, মানসিক স্বাস্থ্যের জন্য ২৩টি ন্যাশনাল টেলি মেন্টাল হেল্প সেন্টার চালু হবে
২ লক্ষ কোটি টাকা MSME‌-‌র জন্য বাড়তি বরাদ্দ
রেলে পিপিপি মডেলে আরও জোর:‌ নির্মলা সীতারামন

আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন চাকরি:‌ কেন্দ্রীয় অর্থমন্ত্রী
খুব শীঘ্রই এলআইসি-‌র আইপিও আসছে:‌ কেন্দ্রীয় অর্থমন্ত্রী
পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান্টে সাতটি গতিশক্তি একসঙ্গে চালু হবে, রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নে কাজ করবে, এর ফলে পৃথিবীর সঙ্গে আমাদের পরিকাঠামো প্রতিযোগিতাপূর্ণ হবে:‌ কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বাজেটে আগামী ২৫ বছরের জন্য দিশা:‌ কেন্দ্রীয় অর্থমন্ত্রী
১০০ বছরে ভারত কী হবে তাঁর রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: নির্মলা সীতারামন
এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে:‌ নির্মলা সীতারামন

করোনার জন্য যাঁরা অসুবিধায় পড়েছেন, তাঁদের সমবেদনা জানাই:‌ নির্মলা সীতারামন
বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here