ইউক্রেনে গুলি খাওয়া ভারতীয় ছাত্র হরজ্যোৎ সিংয়ের কাহিনি যেন রুদ্ধশ্বাস কোনও থ্রিলার!
দেশের সময় ওয়েবডেস্কঃ কাঁধে, বুকে গুলি লেগেছিল। ভেঙে গেছিল পা। হাসপাতালে ভর্তি হয়ে কোনও রকমে বেঁচেছিল প্রাণ। চারদিকে মুহূর্মুহূ গুলি-বোমা৷ হারিয়ে গেছে পাসপোর্ট। শারীরিক, মানসিক ভাবে বিধ্বস্ত। এমনই পরিস্থিতিতে৷ কিয়েভ থেকে পেরোতে হল ৭০০ কিলোমিটার পথ, তবে পৌঁছনো গেল পোল্যান্ডের সীমান্তে। দেশে ফেরার বিমানে চড়তে হল সেখান থেকেই।
ইউক্রেনে গুলি খাওয়া ভারতীয় ছাত্র হরজ্যোৎ সিংয়ের কাহিনি যেন রুদ্ধশ্বাস কোনও থ্রিলার! মৃত্যুর সঙ্গে হাত মিলিয়ে শেষমেশ দেশে ফিরেছেন তিনি। সোমবার সন্ধেয় দিল্লির কাছে হিনদনে অবস্থিত বায়ুসেনার স্টেশনে এসে নেমেছে সি-১৭ বিমান। হরজ্যোৎ-সহ আরও বেশ কিছু ভারতীয় ছাত্রকে ফিরিয়ে এনেছে সেই বিমানটি ।
এর পরেই একাধিক টুইট করেছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। ধন্যবাদ জানিয়েছে ইউক্রেনের সেই ট্যাক্সিচালককে (Ukraine Driver), যিনি ওই ভয়ানক পরিস্থিতিতে ৭০০ কিলোমিটার পথ পার করিয়ে দিয়েছিলেন হরজ্যৎকে।
Bringing Harjot Home
— India in Ukraine (@IndiainUkraine) March 7, 2022
🇮🇳n student Harjot Singh who sustained bullet injuries at Kyiv was successfully transferred over more than 700km in the face of war zone constraints of bombing / shelling. Evacuated through Poland by IAF C17 Ac.
ইউক্রেনে যুদ্ধের দামামা বাজছে চড়া স্বরে। দেশ ছাড়ার জন্য মরিয়া বিদেশি নাগরিকরা। ভারতের বহু তরুণ-তরুণী ডাক্তারি পড়তে সে দেশে রয়েছেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য চলছে কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’।
ইউক্রেন থেকে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া– এসব দেশে পৌঁছনোর পরে তবেই চড়ে বসা যাচ্ছে ফেরার বিমানে। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু করে এপর্যন্ত ৮৩টি বিমানে করে ১৭ হাজারেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে এনেছে কেন্দ্র।