Ukraine Driver: কিয়েভ থেকে ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে গুলিবিদ্ধ হরজ্যোৎকে পোল্যান্ডের সীমান্তে পৌঁছে দেওয়া ইউক্রেনের ট্যাক্সিচালকের প্রশংসায় টুইট

0
680

ইউক্রেনে গুলি খাওয়া ভারতীয় ছাত্র হরজ্যোৎ সিংয়ের কাহিনি যেন রুদ্ধশ্বাস কোনও থ্রিলার!

দেশের সময় ওয়েবডেস্কঃ কাঁধে, বুকে গুলি লেগেছিল। ভেঙে গেছিল পা। হাসপাতালে ভর্তি হয়ে কোনও রকমে বেঁচেছিল প্রাণ। চারদিকে মুহূর্মুহূ গুলি-বোমা৷ হারিয়ে গেছে পাসপোর্ট। শারীরিক, মানসিক ভাবে বিধ্বস্ত। এমনই পরিস্থিতিতে৷ কিয়েভ থেকে পেরোতে হল ৭০০ কিলোমিটার পথ, তবে পৌঁছনো গেল পোল্যান্ডের সীমান্তে। দেশে ফেরার বিমানে চড়তে হল সেখান থেকেই।

ইউক্রেনে গুলি খাওয়া ভারতীয় ছাত্র হরজ্যোৎ সিংয়ের কাহিনি যেন রুদ্ধশ্বাস কোনও থ্রিলার! মৃত্যুর সঙ্গে হাত মিলিয়ে শেষমেশ দেশে ফিরেছেন তিনি। সোমবার সন্ধেয় দিল্লির কাছে হিনদনে অবস্থিত বায়ুসেনার স্টেশনে এসে নেমেছে সি-১৭ বিমান। হরজ্যোৎ-সহ আরও বেশ কিছু ভারতীয় ছাত্রকে ফিরিয়ে এনেছে সেই বিমানটি ।

এর পরেই একাধিক টুইট করেছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। ধন্যবাদ জানিয়েছে ইউক্রেনের সেই ট্যাক্সিচালককে (Ukraine Driver), যিনি ওই ভয়ানক পরিস্থিতিতে ৭০০ কিলোমিটার পথ পার করিয়ে দিয়েছিলেন হরজ্যৎকে।

ইউক্রেনে যুদ্ধের দামামা বাজছে চড়া স্বরে। দেশ ছাড়ার জন্য মরিয়া বিদেশি নাগরিকরা। ভারতের বহু তরুণ-তরুণী ডাক্তারি পড়তে সে দেশে রয়েছেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য চলছে কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’।

ইউক্রেন থেকে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া– এসব দেশে পৌঁছনোর পরে তবেই চড়ে বসা যাচ্ছে ফেরার বিমানে। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু করে এপর্যন্ত ৮৩টি বিমানে করে ১৭ হাজারেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে এনেছে কেন্দ্র।

Previous articleExit Polls 2022 UP : উত্তরপ্রদেশে ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি!‌ বলছে বুথফেরত সমীক্ষা
Next articleCancer prevention: ক্যান্সার রুখে দেবে কালো চাল, খোঁজ দিচ্ছে ‘থোড় বড়ি খাড়া’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here