Ukraine Crisis: খারকিভে ভারতীয় পড়ুয়াদের ‘‌পণবন্দি’‌ করা হয়েছে!‌ রাশিয়ার দাবি ঘিরে চাঞ্চল্য , ভারত বলল রিপোর্ট নেই

0
603

দেশের সময় ওয়েবডেস্কঃ খারকিভের ঘাড়ের কাছে শ্বাস ফেলছে রাশিয়া।
ভারতীয় পড়ুয়াদের খারকিভ ছাড়ার সব বন্দোবস্তই করছে রুশ সেনারা, ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সেই সঙ্গে রাশিয়া আশ্বস্ত করেছে নিরাপদে ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ফিরে যেতে ‘সেফ প্যাসেজ’ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

কিন্তু বিতর্ক দানা বেঁধেছে অন্য জায়গায়। রুশ সেনাদের দাবি, সীমান্ত পেরতে গেলেই ভারতীয় ছাত্রছাত্রীদের মারধর করে আটকে দিচ্ছে ইউক্রেনীয় সেনারা। তাঁদের পণবন্দি করে রাখা হচ্ছে।

লাগাতার বোমা ফেলছে। এর মধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করল, খারকিভে বহু ভারতীয় পড়ুয়াকে ‘‌পণবন্দি’‌ করে রেখেছে ইউক্রেন। জোর করে তাঁদের আটকে রাখা হয়েছে। যদিও ভারত স্পষ্ট জানাল, এ ধরনের কোনও ‘‌রিপোর্ট’‌ তাদের কাছে নেই। 

রুশ সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘‌আমরা জানতে পেরেছি, খারকিভে বহু সংখ্যাক ভারতীয় পড়ুয়াকে জোর করে আটকে রেখেছে ইউক্রেন প্রশাসন।

তাঁরা ইউক্রেন ছেড়ে বেলাগোরোদে যেতে চান। কিন্তু পারছেন না।’‌ এর পরেই ওই মুখপাত্র দাবি করলেন, ‘‌ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করা হয়েছে। ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করছে রুশ সেনা। রাশিয়া থেকে তাঁদের আমাদের সেনা উড়ানে ভারতে পাঠানো হবে, নয়তো ভারতের সামরিকবিমানে তুলে দেওয়া হবে।’‌

যদিও এই তথ্য মানতে চায়নি ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে লিখেছেন, ভারত ক্রমাগত সেখানে পাঠরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে।

ইউক্রেন প্রশাসনের সহায়তাতেই বহু পড়ুয়া কাল দেশের পশ্চিমে আসতে পেরেছেন। তিনি আরও লিখছেন, ‘‌কোনও পড়ুয়াকে পণবন্দি করা হয়েছে বলে কোনও খবর পায়নি। আমরা ইউক্রেন প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি।

জানিয়েছি আমাদের পড়ুয়াদের খারকিভ সহ অন্য আশপাশের এলাকা থেকে ট্রেনে চাপিয়ে দেশের পশ্চিমে পাঠানোর ব্যবস্থা করা হোক।’‌ রুশ সেনার মুখপাত্রের এই দাবির কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন মোদি। পুতিন আশ্বাস দেন, খারকিভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানো হবে।

প্রসঙ্গত এই খারকিভ এখন রাশিয়ার দখলে। সেখান থেকে গতকাল ভারতীয় ছাত্রীদের রুশ সেনার সহায়তায় ট্রেনে তুলে ইউক্রেনের পশ্চিমে পাঠানো হয়েছে। তার পর ছাত্রদের একইভাবে দেশের পশ্চিম সীমান্তে পাঠানোর চেষ্টা করছে রুশ সেনা। খারকিভ থেকে ইউক্রেনের পশ্চিমে ট্রেনে চেপে যেতে সময় লাগে ২০ ঘণ্টা। 

ভারতীয় পড়ুয়ারা অভিযোগ করেছিলেন, সেনা এবং পুলিশ একজোট হয়ে পোল্যান্ড সীমান্ত অঞ্চল থেকে ঠেলে ইউক্রেনের দিকে পাঠিয়ে দিচ্ছে ভারতীয়দের। ভয় দেখাতে বার বার শূন্যে গুলি ছোড়া হচ্ছে। প্রায় ৩৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ভিসার লাইন থেকে টেনে টেনে ভারতীয়দের বার করার অভিযোগও রয়েছে।

মারধর, লাথি মারা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এরপর বুধবার রাশিয়ার বিদেশমন্ত্রক জানায়, ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় কয়েকজন ছাত্রীকে ইউক্রেনের পশ্চিম সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে। খারকিভ থেকে ট্রেনে ইউক্রেনের পশ্চিম সীমান্ত পার হতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগে। ভারতীয় ছাত্রীদের আগে এই সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। এরপর ছাত্রদেরও একইভাবে ট্রেনে চাপিয়ে সীমান্ত পার করিয়ে দেওয়া হবে।

Previous articleদোল উৎসবের আগেই রাজ্য কমিটিতে বড় বদল অপেক্ষা করছে তৃণমূলে? দিদি নির্দলদের নেবেন? ৮ তারিখ কী হবে!
Next articleSuvendu attack Mamata: হিটলার, মুসোলিনির তালিকায় নাম উঠবে মমতার !তোপ দাগলেন শুভেন্দু অধিকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here