Ukraine Airstrike: ইউক্রেনের ভিনিৎসিয়ার বিমানবন্দরে হামলা, নিহত অন্তত ৯

0
527

দেশের সময় ওয়েবডেস্কঃ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ১২ দিনের মাথাতেও অবস্থার কোন পরিবর্তন হলনা বলাই যায়৷ একের পর এক হামলার ঘটনায় বিধস্ত হয়ে পড়ছে দেশের একাধিক শহর। দেশের বিভিন্ন সরকারি ভবনের ওপর হামলা চালাচ্ছে রুশ সেনারা। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠছে দেশ। এবার ইউক্রেনের ভিনিৎসিয়ার এক বিমানবন্দরে এক বিমানের ওপর হামলা চালানো হয় ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনে এদিন পরপর মিসাইল হামলায় ক্ষতবিক্ষত হচ্ছেন সাধারণ মানুষ । ধ্বংস হচ্ছে একের পর এক বাড়ি-ইমারত-স্থাপত্য-ভাস্কর্য। সোমবার ভারতীয় সময় সকালে ইরপিন শহরে মিসাইল হানায় প্রাণ হারান চারজন। এবার বিমানবন্দরে হামলায় নয়জনের প্রাণ গেল ৷

সোমবার ফের যুদ্ধবিরতির দেশের চার শহর কিয়েভ, মারিউপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতির ঘোষণা করেছে। রুশ প্রশাসন জানিয়েছে, এই শহরগুলিতে মানব করিডর তৈরি করে সাধারণ মানুষকে সুরক্ষিত ভাবে নিরাপদে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হবে।

গতকালই মধ্য ইউক্রেনের এই বিমানবন্দরে পরপর আটটি রুশ বিমান আছড়ে পড়ে। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের হামলা এই বিমানবন্দরে।

একদিকে, যেখানে বারেবারে যুদ্ধবিরতি ঘোষণার নজির গড়ছে রাশিয়া, অপরদিক থেকে দেশের অন্যান্য জায়গায় হামলা চালাচ্ছে রুশ সেনা। যুদ্ধ বিরতির পরেও হামলা চালানোর মতোও ঘটনারও নজির আছে রাশিয়ার৷

Previous articleMamata Banerjee, মুখোমুখি দুটো বিমান এসে গেছিল , অল্পের জন্য রক্ষা পেয়েছি : মমতা
Next articleBangaon News: বনগাঁর ‘ট’ বাজার যেন জতুগৃহ বলছে স্থানীয় বাসিন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here