দেশেরসময় ওয়েবডেস্কঃ ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে! মার্কিন জিওলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ৭.৮ তীব্রতার সেই ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
সোমবার ভোর ৪.১৭ নাগাদ তুরস্কের দক্ষিণ পূর্বের ওসমানিয়া প্রদেশের গাজিয়ানটেপ (Gaziantep) এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। সূত্রের খবর, প্রথম কম্পনটির ১৫ মিনিট পরেই আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৬.৭।
গাজিয়ানটেপ মূলত একটি শিল্পাঞ্চল। এলাকাটি সিরিয়ার সীমান্তে অবস্থিত। সোমবারের ভূমিকম্পে গাজিয়ানটেপ ছাড়াও কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বেশ কিছু অঞ্চল। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। আরও অসংখ্য বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে অজস্র বাড়িঘর ভেঙে পড়ার এবং ফাটল ধরার ছবি দেখা যাচ্ছে। জানা গেছে, এলাকাটিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস। তাঁরা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করেন। ভয়ঙ্কর এই ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে বলে জানা গেছে সোশ্যাল মিডিয়া সূত্রে।
Horrific news of tonight’s earthquake in #Turkey & northern #Syria — the damage looks extensive.
— Charles Lister (@Charles_Lister) February 6, 2023
The epicenter region is home to millions of refugees and IDPs, many of whom live in tents & makeshift structures. This is the absolute nightmare scenario for them. And it’s winter. pic.twitter.com/oACzWYtWb2
জয়েস কারাম নামে একজন সাংবাদিক ট্যুইটারে কাহারামানমারাস শহরের ধ্বংসস্তূপের ছবি পোস্ট করেছেন৷ ওই সাংবাদিকের দাবি, ভূমিকম্পের জেরে শহরের প্রায় সব বহুতলই ভেঙে পড়েছে৷
তুরস্কের এই ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করেছেন, ইরাক, সিরিয়া, লেবানন, ইজরায়েল, প্যালেস্তাই, সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে৷