Travel Tips:পর্যটকদের নতুন ঠিকানা হাউজ অফ শেহেরওয়ালি ! ঘুরে দেখল দেশের সময় এর  প্রতিনিধি শঙ্করজিৎ চক্রবর্তী : দেখুন ভিডিও

0
117
শঙ্করজিৎ চক্রবর্তী

মুর্শিদাবাদ , আজিমগঞ্জ : কখনও ভেবেছেন একটা মিউজিয়াম যেখানে থাকা যায়? কি! শুনে খুব অবাক হচ্ছেন তো। কিন্তু এই ধারণাকে বাস্তবায়িত করেছেন পি.এস গ্রুপ ও আইলিড কলেজের কর্ণধার প্রদীপ চোপড়া। বাংলার প্রতি তাঁর নিঃশ্বার্থ ভালোবাসা ও পরবর্তী প্রজন্ম কে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে অবগত করার জন্য তার নিরলস প্রচেষ্টার কথা যতই বলব তাও কম বলা হবে। প্রদীপবাবু তার স্বপ্নকে এক অভূতপূর্ব রূপ দিয়েছেন। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ শহরে।

ভ্রমণ পিপাসু বাঙালির কথা মাথায় রেখে মুর্শিদাবাদের আজিমগঞ্জে গঙ্গার পাড়ে গড়ে তুলেছেন এক অনবদ্য ও অভিনব হোটেল হাউজ অফ শেহারওয়ালি। এবারের শীতের ছুটিতে আপনাদের নতুন গন্তব্য হিসেবে বেছে নিতেই পারেন মুর্শিদাবাদের আজিমগঞ্জে অবস্থিত হাউজ অফ শেহারওয়ালি।

চলুন এবার একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই স্বপ্নপুরী থেকে। দেখুন ভিডিও

বিলাসবহুল এই সম্পত্তিটি গঙ্গার তীরে অবস্হিত এবং দু এক দিনের ছুটি কাটানোর সেরা গন্তব্য। পুরানো প্রাসাদের পুনরুদ্ধারের এটি একটি দারুন উদাহরণ। ফেলে দেওয়া পুরোনো সব জিনিস ও বিভিন্ন আন্টিক জিনিসের এক অপূর্ব মিশ্রণ দেখেতে পাওয়া যায় এখানে। হোটেলের প্রতিটি কোণায় কোণায় বিভিন্ন ছবির ও ঘর সাজানোর জিনিসের অফুরন্ত সম্ভার দেখতে পাওয়া যায়।

তার সঙ্গে সুস্বাদু জৈন খাবারের সম্ভার। রয়েছে গঙ্গা ভ্রমণের ব্যবস্থা এবং আসে পাশে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান যেমন রানি ভবানীর দ্বারা প্রতিষ্ঠিত চার বাংলা মন্দির, বাড়ি কোঠি, জৈন সম্প্রদায়ের দ্বারা নির্মিত দর্শণীয় স্থান। সকালটা যেমন স্নিগ্ধতায় ভরা তেমনি রাত হয়ে ওঠে মায়াবী। হোটেলের আনাচে কানাচে ছড়িয়ে আছে রাজস্থানের শেহেরওয়ালি সম্প্রদায়ের জীবন শৈলীর ঝলক। এক কথায় বলতে গেলে এই স্থানটি পূর্ব ও পশ্চিম ভারতের এক অদ্ভুত মেল বন্ধন।

ঘর গুলি কেও সাজানো হয়েছে খুবই যত্ন নিয়ে। ঘরের ভারাও রয়েছে আপনাদের সাধ্যের মধ্যেই। দুহাজার টাকা প্রতি রাত ব্রেকফাস্ট সহ। এখানে যেতে হলে আপনাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে অজিমগঞ্জ সিটি স্টেশন এ । তারপর  টোটোতে চেপে পৌঁছে যান আপনাদের গন্তব্যে । কলকাতা থেকে ট্রেনে সময় লাগবে চার ঘণ্টা। বা সাত ঘন্টায়  নিজের গাড়িতেও  পোঁছে যেতে পারেন আপনার ভ্রমণের নতুন ঠিকানা মুর্শিদাবাদের আজিমগঞ্জ । যেখানে রয়েছে স্বপ্নের জগত হাউস অফ শেহেরওয়ালী ।


Interview with Mr Pradip Chopra founder of PS group, Ilead and owner of #Resort #Sheherwali, #Murshidabad #Azimganj.

deshersamaynewspaper #travelog

Previous articlePeregrine Falcon Rescue পুলিশের চোখে সন্দেহজনক গাড়ি ! চেপে ধরতেই ,দশটি শিকারী পেরিগ্রিন ফ্যালকন  উদ্ধার বনগাঁয়, গ্রেপ্তার ১ : দেখুন ভিডিও
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here