TMCP: ২৪-এ লক্ষ্য ২৪! আজ ছাত্র সমাবেশের মঞ্চ থেকে কী বার্তা দেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?সেদিকেই নজর রাজনৈতিক মহলের

0
532

দেশের সময় ওয়েবডেস্কঃ ২৮ অগস্ট , তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা রাখল।

প্রতিষ্ঠার ২৪ বছরে এবার লক্ষ্য ২০২৪। মূলত এই স্লোগানকে সামনে রেখেই প্রতিষ্ঠা দিবসের যাবতীয় কর্মসূচির পরিকল্পনা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ, সোমবার ধর্মতলার মেয়ো রোডের সমাবেশ থেকে তৃণমূলের ছাত্র-যুবরা জানান দিতে চায়, ২০২৪ সালে দিদি’র হাত ধরে দেশ পাবে নতুন পথের সন্ধান। আর এই পথে  সর্বতভাবে পাশে থাকবে ছাত্র-যুব সমাজ।

সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাৎ, আজ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূলের তরুণ ব্রিগেড।

তাৎপর্যপূর্ণ বিষয় হল এটাই যে, মঞ্চের সামনে ছাত্র-ছাত্রীদের সুসজ্জিত পোশাকে উঠে আসবে তেরঙ্গা পতাকা। তুলে ধরা হবে মোদী জামানার ২৪টি জনবিরোধী কাজের খতিয়ান।

গতকাল, রবিবার সন্ধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  গতকাল ২৮ অগাস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সমাবেশ পালন করা হয় কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলায়। এ বছর ২৮ অগাস্ট রবিবার ছিল। যার জেরে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ২৯ অগাস্ট করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, সংগঠন প্রতিষ্ঠার ২৪ বছর পূর্ণ হবে। তরুণ সমাজ ২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নেত্রীর কাছ থেকে আগামী লড়াইয়ের রূপরেখা নিতে যাবেন। বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে বাংলার ছাত্র যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট বাক্স উজাড় করে সমর্থন জানাবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের ২৪টি জনস্বার্থ বিরোধী পদক্ষেপকে তুলে ধরা হবে সমাবেশে। তাতে থাকবে নোটবন্দি, বেকারত্ব, কৃষক হত্যা বিজেপি শাসিত রাজ্যে মহিলা ও দলিতদের উপর অত্যাচার, বিভাজনের রাজনীতির মতো নানা ইস্যু।

এমনকী, ছাত্র যুবদের জন্যও মোদি সরকার যে কোনও উল্লেখযোগ্য দিশা দেখাতে পারেনি, সেই প্রেক্ষাপটও থাকবে সমাবেশ প্রাঙ্গণে। বিজেপি বিরোধী আওয়াজ তুলতে, একাধিক গানের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আজ সমাবেশ থেকে কি বার্তা মিলবে? এদিন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিনের ছাত্র সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য মুখিয়ে আছে তৃণমূলের যুব সমাজ, এমনটাই জানিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

গতকাল রবিবার সকালেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বার্তা পৌঁছে গেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি আমাদের ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান সবার জন্য খুবই মূল্যবান।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘গণতন্ত্রের প্রকৃত চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদাই প্রশংসিত।’

দলের তরফ থেকে টুইট করে প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানানো হয়েছে। ‘আমরা নিশ্চিত যে সদস্যরা তাঁদের নিষ্ঠা ও বুদ্ধিমত্তা দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

এদিকে ইতিমধ্যেই মঞ্চ-সহ বাকি আয়োজন শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Previous articleAsia Cup: রুদ্ধশ্বাস ম্যাচে হার্দিকের ছক্কায় পাকিস্তানকে হারিয়ে ভারতের জয় চূড়ান্ত দুবাইয়ের মাটিতে
Next articleDilip Ghosh: নেতাকে বাঁচানোর চেষ্টা চলছে, কংগ্রেসের মতোই শেষ হয়ে যাবে তৃণমূল : দিলীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here