TMC leader Saayoni Ghosh Meeting in Bangaon: হিন্দি ও বাংলা গানের সুরে বনগাঁয় নির্দল সমর্থনকারীদের কে সাবধান করলেন সায়নী ঘোষ

0
1273

দেশের সময় , বনগাঁ: পুরভোটের প্রচারে এসে নির্দল প্রার্থী এবং নির্দলদের যারা গোপনে সমর্থন করছেন, এমন তৃণমূল কর্মীদের সাবধান করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। বৃহস্পতিবার বনগাঁ এবং হাবড়া এলাকায় দলের প্রার্থীদের হয়ে পথসভা করেন সায়নী। সেখানে প্রার্থীরাও উপস্থিত ছিলেন। বক্তব্যের মাঝে গানের মাধ্যমে ছড়া কেটে মানুষের মন জয় করেন তিনি। 

এদিন বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের  দলীয় প্রার্থীদের সমর্থনে  নির্বাচনী সভা করলেন।হিন্দি ও বাংলা সিনেমার সংলাপ এবং গান গেয়ে ভোটের নির্বাচনী প্রচারে অন্য ভুমিকায় দেখা গেল অভিনেত্রী তথা রাজ্যে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে।  দেখুন ভিডিও:

এদিন বনগাঁর মতিগঞ্জের পথসভায় তিনি বলেন, ‘যারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে নির্দল প্রার্থীদের সমর্থন করছেন, যারা সকালে তৃণমূল আর বিকেলে বিজেপি করছেন, তাদের বিচার হবে। উপরে ভগবান আর নিচে মমতা ব্যানার্জী রয়েছেন। কংগ্রেস, সিপিএম, বিজেপিকে ভোট দিয়ে যেমন নিজের ভোটটি নষ্ট করবেন না, তেমনই নির্দল প্রার্থীকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ, ভোটে জিতে তারাই আবার কালীঘাটে গিয়ে তৃণমূলে ফেরার জন্য লাইন দেবে।’‌ 

বনগাঁর ২২ জন তৃণমূল প্রার্থীদের সমর্থনে এদিনের পথসভায় সায়নী ঘোষ বলেন, ‘সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। লোভীরা টিকিট না পেয়ে অন্য দলে বা নির্দলে দাড়াচ্ছেন। যে আপনার পাশে সবসময় থাকবে, ভোটটি তাঁকে দিন। তৃণমূল প্রার্থীরা ২৪ ঘন্টা মানুষের পাশে থাকেন। মমতা ব্যানার্জীর ৬৮ টি প্রকল্পের কথা আলাদা করে আর মানুষকে বলতে হয় না। দুয়ারে সরকারের পর দলের জয়ী কাউন্সিলরদের অনুরোধ, আপনারা দুয়ারে কাউন্সিলর হয়ে উঠবেন।’‌ 

 

Previous articleUkraine-Russia crisis: যুদ্ধ শুরু? ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করে দিল রাশিয়া
Next articleGOPAL SETH: খুনের আশঙ্কায় আতঙ্কিত গোপাল শেঠ: কী বললেন দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here