TMC: বনগাঁয় পুরভোটের প্রচারে চমক, মতুয়া ভক্তদের নিয়ে মিছিল তৃণমূলের, কটাক্ষ বিজেপি-র

0
721

দেশেরসময় , বনগাঁ: পুরভোটের মুখে মতুয়া ভক্তদের নিয়ে মিছিল করে চমক দিলেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব। সোমবার বনগাঁয় প্রায় পাঁচ হাজার মতুয়া ভক্তকে নিয়ে মিছিল করে তৃণমূল। সঙ্গে ছিলেন বনগাঁ পুরসভার কয়েক জন তৃণমূল প্রার্থীও। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের গড়ে তৃণমূলের এই মিছিল ঘিরে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে। জোড়াফুল শিবিরের বক্তব্য, সোমবারের এই মিছিল বিজেপি-র পায়ের তলার মাটি সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও, বিজেপি-র বক্তব্য, ওই মিছিলে জোর করে নিয়ে যাওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষকে।

সোমবার বনগাঁ পুরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে মিছিল শুরু হয়। ওই মিছিল বনগাঁ ঘড়িরমোড় ঘুরে শিমূলতলায় এসে শেষ হয়। মিছিলে ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলপ্রার্থী গোপাল শেঠ, ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী নারায়ণ ঘোষ-সহ আরও কয়েক জন। মিছিলের নেতৃত্বে ছিলেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। তাঁর কথায়, ‘‘সারা ভারত মতুয়া সম্প্রদায়ের বনগাঁ মহকুমা কমিটি ২২টি ওয়ার্ডে তৃণমূলপ্রার্থীদের সমর্থনে এই প্রচার চালিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতেই এই মিছিল। এনআরসি নিয়ে হিন্দুত্ববাদীরা মানুষকে ভুল বুঝিয়েছিল। মানুষ বুঝতে পেরেছেন, ওরা কিছু করবে না। তাই তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন তাঁরা।’’

তৃণমূল প্রার্থী গোপাল শেঠ বলেন, ‘‘মতুয়ারা রাস্তায় নেমে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে রয়েছেন। ঠাকুর হরিচাঁদ-গুরুচাঁদের যে শিক্ষাব্যবস্থা, তার প্রয়োগ ঘটিয়েছেন।’’

তৃণমূলের মিছিল নিয়ে কটাক্ষ করছে বিজেপি। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বলেন, ‘‘মমতাবালা ঠাকুর সত্যকে স্বীকার করছেন না। মমতা ঠাকুর তো ঠাকুর বংশের প্রতিনিধি নন। উনি ভিন্ন বংশ থেকে এসেছেন। আর মতুয়াদের মিছিলে হাঁটতে বাধ্য করা হয়েছে। এবারের পুর নির্বাচনের পর ওঁরা প্রমাণ পেয়ে যাবেন মতুয়ারা কাদের পাশে আছেন।’’

Previous articleMamta Banerjee; ‘সব কা সাথ’ ভাষা দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleWB Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস !আপডেট দিল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here