Tmc : অভিষেকের দপ্তরেই তৃণমূলে প্রত্যাবর্তন বিজেপি সাংসদ অর্জুনের, আগামী কাল সাক্ষাৎ মমতার সঙ্গে!‌

0
751

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে তিন বছর পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে দাঁড়িয়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

রবিবার শহরে পা রেখে দুপুর নাগাদ পৌঁছে গেলেন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। তার পরেই এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজনৈতিক মহল। বলা হতে থাকে, তাঁর তৃণমূলের পতাকা হাতে নেওয়া এখন সময়ের অপেক্ষা।

এমনকী কাল নাকি দেখা করতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। শেষমেশ জল্পনা সত্যি করে তৃণমূলের বয়াটন নিয়েই নিলেন হাতে। গলায় তৃণমূলের প্রতীক আঁকা উত্তরীয় পরিয়ে দিলেন অভিষের বন্দ্যোপাধ্যায়।

পাশে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যারাকপুরের বাড়িতে বসেই অর্জুন বলেছিলেন, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতায় আসছেন তিনি। বৈঠক করবেন। তবে সে বৈঠক কার সঙ্গে?‌ তৃণমূল নাকি বিজেপি খোলসা করেননি। 

প্রসঙ্গত আজ, রবিবার সকালে অর্জুন বলেন, ‘‘আমার কোথাও যাওয়ার কথা আছে। কারও সঙ্গে দেখা করার কথা আছে। আমাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে।”

এরপর অর্জুন আরও বলেন, “এমন কোনও কথা বা কাজ নেই যে আপনারা জানতে পারবেন না। অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন। যখন এক দিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলাই যায় শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোথাও শুরু তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।’’

জানতে পারা গেল। রবিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে পৌঁছলেন তিনি। কিছুক্ষণ পরে এবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়ে দিলেন তৃণমূলে। শেষমেশ সমস্ত জল্পনা সত্যি হল৷

সম্প্রতি কিছু সময় ধরে অর্জুন সিংকে বেসুরো শোনাচ্ছিল। পাট নিয়ে নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে যুদ্ধংদেহি মেজাজে নেমেছিলেন অর্জুন। চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, যৌথ আন্দোলন চান। কারণ প্লাস্টিক লবিকে তুষ্ট করতে পাট শিল্পকে তুলে দিচ্ছে কেন্দ্র।

তখন থেকেই বোঝা যাচ্ছিল অর্জুনের নৌকো উল্টো স্রোতে বইতে শুরু করে দিয়েছে। রবিবারই সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল, অর্জুন সিংহ তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই।

Previous articleWeather Update: ধেয়ে আসছে কালবৈশাখী,কয়েক ঘণ্টার মধ্যেই কি ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
Next articleAlo Rani Sarkar: বনগাঁর তৃণমূল প্রার্থী আলোরানিকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, দাবি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here