Thalassemia Society থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে অভিনব চিত্র প্রদর্শনী ডিফাররেন্ট স্ট্রোকস এর: দেখুন ভিডিও

0
161
সৃজিতা শীল কলকাতা

থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে অভিনব চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ডিফাররেন্ট স্ট্রোকস ।

ডিফাররেন্ট স্ট্রোকস এর প্রদর্শনী মানে মিলন মেলা।
শুক্রবার কলকাতার আর্ট হাইভ গ্যালারিতে ডিফাররেন্ট স্ট্রোকস এর উদ্যোগে ৪২ জন শিল্পীর চিত্র ও ভাস্কর্য শিল্প কর্ম নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী । দেখুন ভিডিও

উদ্যোক্তারা জানান, গত ২৩ জুন ডিফারেন্ট স্ট্রোকস এর তরফ থেকে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন শিল্পী তাদের তুলির টানে বা মাটির সাহায্যে ভাস্কর্য নির্মাণ করে তাঁদের মনের ভাব প্রকাশ করেছেন । সেই সমস্ত শিল্প কর্ম একত্রিত করে শুরু হয়েছে প্রদর্শনী এবং এই প্রদর্শনীর সমস্ত  শিল্পকর্ম গুলির বিক্রয়ের অংশ দান করা হবে একটি  থ্যালাসেমিয়া সোসাইটি (Thalassemia Society ) তে। তাই সকল আর্ট প্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছেন ডিফারেন্ট স্ট্রোকস এর কতৃপক্ষ।

Previous articleSealdah Division শনিবার রাত থেকে শিয়ালদহ -বনগাঁ লাইনের বেশ কিছু ট্রেন বাতিল রইল বিস্তারিত
Next articleWeather Update শনি ও রবি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়,তাপমাত্রা কমবে আরও ২-৩ ডিগ্রি! জানাল আলিপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here